ধর্মঘটের প্রথম দিনেই এই ঘটনা ঘটায় মেট্রোর তরফে সতর্কতা অবলম্বন করা হয়েছে।
হাইলাইটস
- মেট্রো পরিষেবা বন্ধ করার চেষ্টার অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করল পুলিশ
- এরা সকলেই টিকিট কিনে প্ল্যাটফর্মে নেমে ধর্মঘটের পক্ষে স্লোগান দিতে থাকে
- শেষমেশ মেট্রো স্টেশনে থাকা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে
কলকাতা: যাত্রী সেজে ময়দান স্টেশনে ঢুকে মেট্রো পরিষেবা বন্ধ করার চেষ্টার অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে এরা সকলেই টিকিট কিনে প্ল্যাটফর্মে নামে। তারপর সাধারণ ধর্মঘটকে সমর্থনের জন্য স্লোগান দিতে থাকে। পাশাপাশি বাধা দিতে থাকে দমদমগামী ট্রেনের চালককে। পরিস্থিতি এমন হয় যে চালক নিজের কেবিনের দরজা পর্যন্ত বন্ধ করতে পারছিলেন না। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মেট্রো স্টেশনে থাকা পুলিশ। আটক করা হয় ধর্মঘটিদের। পরে তাদের সকলকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান মেট্রোর মুখ্য জনসংযোগ দপ্তররে এক আধিকারিক। ধর্মঘটের প্রথম দিনেই এই ঘটনা ঘটায় মেট্রোর তরফে সতর্কতা অবলম্বন করা হয়েছে।
সংরক্ষণ বিল নিয়ে নিজেদের অবস্থান বদল করল কংগ্রেসঃ ১০'টি তথ্য
কেন্দ্রীয় নীতির বিরোধিতা করে বেশ কয়েকটি ট্রেড ইউনিয়নের ডাকে ৮ এবং ৯ জানুয়ারি দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তার প্রথম দিনে কলকাতা সহ রাজ্যে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। অন্যদিকে ধর্মঘটের শেষ দিনে পরিস্থিতি আরও খারাপ যাতে না হয় তা নিশ্চিত করার চেষ্টা করছে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাধিকবার জানিয়েছেন কোথাও কোনও ধর্মঘট হবে না। বামেদের তীব্র আক্রমণ করে তিনি বলেন নিজেদের সাড়ে তিন দশকে বামেরা উন্নয়ন করেনি আর এখনও ভাল কাজে বাধা দিচ্ছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)