Read in English
This Article is From Feb 22, 2020

ধর্মীয় শিক্ষকের মারে বেহুঁশ নাবালক ছাত্র, অবস্থা আশঙ্কাজনক

দোষ কী তার? খুবই সামান্য। শিক্ষকের দেওয়া বাড়ির কাজ শেষ করে উঠতে পারেনি বেচারা।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

শিক্ষকের ছাত্র নির্যাতন (প্রতীকী)

পুণে:

বয়স মাত্র ১১ বছর। দোষ কী তার? খুবই সামান্য। শিক্ষকের দেওয়া বাড়ির কাজ শেষ করে উঠতে পারেনি বেচারা।  তারই মাশুল গুণতে হল পুণের (Pune) মন্দির শহর আলান্দির (Alandi) ওই নাবালক ছাত্রকে। প্রশাসন সূত্রে অভিযোগ, আর যাতে তার কথার অবাধ্য না হয় সেই শিক্ষা দিতে ধর্মীয় স্কুলের (Mauli Dnyanraj Prasad Adhyatmik Shikshan Sanstha) ওই শিক্ষক ছাত্রকে এমন নৃশংস ভাবে মারধর করায় গুরুতর আহত হয় সে। বেত, লাঠি দিয়ে ছাত্রের সারা দেহে বেধড়ক মারা স্থানে স্থানে গভীর ক্ষত তৈরি হয়েছে। ছাত্রের অবস্থাও আশঙ্কাজনক। 

নেতাজি রহস্যে নয়া মোড়, সরকারি ল্যাবে নেই সুভাষ-গুমনামির দাঁতের রিপোর্ট!

খবর, "হরিপথ" মুখস্থ করে উঠতে ব্যর্থ হয়েছিল ছাত্রটি। যা তিরিশ শতকের মারাঠি সাধু দানেশ্বর (Dnyaneshwar) রচনা করেছিলেন। এতে আঠারশটি অভঙ্গ বা ভক্তিমূলক পদ রয়েছে। এর সংকলন।

Advertisement

"অমূল্য ভুল ছিল," মেয়ের সমালোচনায় সরব অভিযুক্ত তরুণীর বাবা

আলান্দি থানার আধিকারিক জানান, পারভানি থেকে শিক্ষক ভগবান মহারাজ পোহানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০ ধারায় মামলা করা হয়েছে। গুরুতর অসুস্থ ছাত্রটি চিকিৎসার জন্য পিম্পরি চিনচওয়াদ হাসপাতালে ভর্তি রয়েছে। এবংহাসপাতাল সূত্রে খবর, তার অবস্থা আশঙ্কাজনক। 

Advertisement

Advertisement