উত্তর পূর্ব দিল্লিতে দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করেছে সিবিএসই বোর্ড
নয়াদিল্লি: উত্তর পূর্ব দিল্লিতে হিংসার (Violence in Northeast Delhi) ঘটনা নিয়ে উদ্বেগে দশম শ্রেণীর এক পড়ুয়া, ইংরাজি পরীক্ষা যাতে সে দিতে পারে, তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শান্তি ফেরানোর আর্জি জানাল ওই ছাত্র। একটি ভিডিওতে সে জানায়, “আমি একজন দশম শ্রেণীর ছাত্র। আমি একটি উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ি। আগামিকাল আমার ইংরাজি পরীক্ষা। তবে আমার পরীক্ষাকেন্দ্র শাস্ত্রী পার্কের সর্বোদয়া বাল বিদ্যালয়। গতকাল আমাদের এলাকায়, গুলি চালানো, অগ্নিসংযোগ এবং পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে। এলাকার পরিস্থিতি খারাপ হচ্ছে এবং মানুষজন আতঙ্কিত। আমরা ভয় পাচ্ছি কারণ, আমরা পরীক্ষা দিতে পারব কিনা, জানি না। আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিল্লিতে শান্তি ফেরানোর আর্জি জানাই”।
উত্তর পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে, এক শিশু সহ আহতের সংখ্যা ১৫০, লুঠপাট, অগ্নিসংযোগ এবং যানবাহন ভাঙচুর চলছে, তার ঠিক ১৫ কিলোমিটার দূরেই অনুষ্ঠান চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
বিভিন্ন ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছে এবং রাস্তায় পড়ে রয়েছে লাঠি, ভাঙা কাঁচের টুকরো, তিনদিনে নাগরিকত্ব আইনের বিপক্ষে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় রীতিমতো উত্তপ্ত দিল্লি।
দিল্লির শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়া জানান, উত্তর পূর্ব দিল্লিতে হিংসার কারণে, সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ থাকবে। মঙ্গলবারও বন্ধ ছিল স্কুল গুলি।
কেন্দ্রীয় সরকারের অনুরোধের পরেই, উত্তর পূর্ব দিল্লিতে দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করে সিবিএসই বোর্ড। তবে নির্ধারিত সময়েই পরীক্ষা হবে দিল্লির বাকি জায়গাগুলিতে, সিবিএসই বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।