সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশিত ভিডিওয় দেখা গেছে, জলের তোড়ে একজন তলিয়ে যাচ্ছে, নিজেকে জলের ওপর ভাসিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে সে। অনেকে জলের কাছে গিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করছে।
ময়ুরভঞ্জ: ওড়িশার একটি পিকনিক স্পটে ঝরনায় তলিয়ে মৃত্যু এক ছাত্রের।ময়ুরভঞ্জে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়েছিল ওই ছাত্র।সেখানেই ভীমকুণ্ডা ঝরনায় বেড়াতে যায় তারা।এরপর ঝরনায় শুয়ে সেলফি তুলতে গেলে স্রোতে তলিয়ে যায় রোহন মিশ্র নামে ওই ছাত্র।
সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশিত ভিডিওয় দেখা গেছে, জলের তোড়ে একজন তলিয়ে যাচ্ছে, নিজেকে জলের ওপর ভাসিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে সে। অনেকে জলের কাছে গিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করছে। দুর্ঘটনার পর একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
দিল্লির এইএমসের গবেষণার রিপোর্ট অনুযায়ী, গত ৬ বছরে শুধুমাত্র নিজস্বী তুলতে গিয়ে ২৫০ জনের মৃত্যু হয়েছে। বেশীরভাগ ক্ষেত্রেই চলন্ত ট্রেনের সামনে নিজস্বী তোলার নেশা মানুষের মৃত্যু ডেকে এনেছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)