Read in English
This Article is From Apr 12, 2019

ছাত্র মৃত্যুতে রণক্ষেত্র আইটিআই, খণ্ডযুদ্ধ পুলিশ ও পড়ুয়ার

প্রতিবাদরত পড়ুয়ারা ছাড়াও ওই প্রতিষ্ঠানের অন্যান্য পড়ুয়া এবং কর্মচারীরা জানান, বাসস্টপ থাকা সত্ত্বেও, সরকারি বাসগুলি ওই স্টপে দাঁড়ায় না। তার ফলে, রীতিমত জোট করে চলন্ত বাসকে থামানোর চেষ্টা করতে হয়।

Advertisement
অল ইন্ডিয়া

জাতীয় সড়ক অবরোধ করে রাখে পড়ুয়ারা।

কার্নাল:

বাস দুর্ঘটনায় কার্নালে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনার একদিন পেরিয়ে গিয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের সেই পড়ুয়ার মৃত্যুর পর তার সহপাঠীরা যে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ শুরু করেছিল, শুক্রবার তা দ্বিতীয়দিনে পড়ল। এই প্রিবাদ হঠানোর জন্য পুলিশ হস্তক্ষেপ করলে পড়ুয়ারা আচমকা হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশের দিকে ক্রমাগত পাথর ছুঁড়তে শুরু করে। ঘটনাস্থলে তারপর এসে উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী। কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে ওই প্রতিষ্ঠানটির লাগোয়া হাইওয়েটি। কাঁদানে গ্যাস ছুঁড়ে প্রতিবাদরত পড়ুয়াদের ছত্রভঙ্গ করতে যায় পুলিশ। যদিও, তাতেও তারা খুব বেশি সফল হয়নি। পরিবহণ ব্যবস্থার উন্নতি চেয়ে পড়ুয়াদের প্রতিবাদ বজায় ছিল তারপরেও। একটি ভিডিও শেয়ার করেছে সংবাদসংস্থা এএনআই। সেখানে দেখা যাচ্ছে, ব্যাটন হাতে পড়ুয়াদের মারধর করছে পুলিশ।

পাথর ছুঁড়ে ছুঁড়ে ভয়াবহ আক্রমণ এক সাংবাদিকের ওপর, গুরুতর জখম

প্রতিবাদরত পড়ুয়ারা ছাড়াও ওই প্রতিষ্ঠানের অন্যান্য পড়ুয়া এবং কর্মচারীরা জানান, বাসস্টপ থাকা সত্ত্বেও, সরকারি বাসগুলি ওই স্টপে দাঁড়ায় না। তার ফলে, রীতিমত জোট করে চলন্ত বাসকে থামানোর চেষ্টা করতে হয়।

তেমনই একটি বাসকে থামাতে গিয়ে তার চাকার তলায় বৃহস্পতিবার পিষে যায় ওই আইটিআই পড়ুয়া।

Advertisement

কেন এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। প্রতিবাদরত কয়েকজন পড়ুয়া এবং কর্মচারীকে আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

Advertisement