தமிழில் படிக்க Read in English
This Article is From Oct 01, 2018

টেলিকম কোম্পানিগুলিকে আধার সংযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিল UIDAI

ইউনিক আইডেন্টিফিকেশান অথোরিটি অফ ইন্ডিয়া (UIDAI) –r তরফ থেকে সব টেলিকম কোম্পানিগুলিকে গ্রাহকের প্রামাণ্য তথ্য হিসাবে আধার বন্ধের নির্দেশ দেওয়া হল। আগামী পনেরো দিনের মধ্যে এই কাজের পরিকল্পনা জমা দেওয়ার কথা জানানো হয়েছে।

Advertisement
অল ইন্ডিয়া (with inputs from PTI)

গত সপ্তাহে এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল মোবাইল, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার বাধ্যতামূল নয়।

New Delhi:

ইউনিক আইডেন্টিফিকেশান অথোরিটি অফ ইন্ডিয়া (UIDAI) –r তরফ থেকে সব টেলিকম কোম্পানিগুলিকে গ্রাহকের প্রামাণ্য তথ্য হিসাবে আধার বন্ধের নির্দেশ দেওয়া হল। আগামী পনেরো দিনের মধ্যে এই কাজের পরিকল্পনা জমা দেওয়ার কথা জানানো হয়েছে। গত সপ্তাহে এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল মোবাইল, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার বাধ্যতামূল নয়।

Airtel, Jio, Vodafone এর মতো সার্ভিস প্রোভাইডারগুলিকে একটি সার্কুলারে জানানো হয়েছে “সব টেলিকম সার্ভিস প্রোভাইডাকে 26.09.18 তারিখের সুপ্রিম কোর্টের রায়ের অধীনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সেই কারনে আগামী 15 অক্টোবরের মধ্যে আধার অথেন্টিকেশান সিস্টেম থেকে বেরিয়ে আসার পরিকল্পনা   জমা দেওয়ার কথা টেলিকম সার্ভিস প্রোভাইডারদের জানানো হচ্ছে। ”

Advertisement