নাগরিক সংশোধনী বিল নিয়ে রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন দলের নেতারা জোরদার প্রশ্ন তোলেন
নয়াদিল্লি:
কেউ দেশ ভক্তির সার্টিফিকেট দান করার স্কুলের হেডমাস্টার বললেন তো কেউ সংবিধানের দোহাই দিয়ে জনমতের সঙ্গে খেলা করা হচ্ছে বললেন। কেউ আবার স্বর্গে গান্ধি, জিন্না এবং প্যাটেল, একসঙ্গে দেখা করছেন এই রকম পরিস্থিতিও কল্পনা করে ফেললেন।
পাঁচটি সেরা punchline বা সেরা পাঁচ ডায়লগ
নাগরিক সংশোধনী বিল নিয়ে রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন দলের নেতারা জোরদার প্রশ্ন তোলেন। কেউ দেশ ভক্তির সার্টিফিকেট দান করার স্কুলের হেডমাস্টার বললেন তো কেউ সংবিধানের দোহাই দিয়ে জনমতের সঙ্গে খেলা করা হচ্ছে বললেন। কেউ আবার স্বর্গে গান্ধি, জিন্না এবং প্যাটেল, একসঙ্গে দেখা করছেন এই রকম পরিস্থিতিও কল্পনা করে ফেললেন। আর তিনজনের যখন দেখা হবে স্বর্গে, তখন এই বিল পাস হওয়া নিয়ে কীরকম কথাবার্তা বলবেন তাঁরা? তারও কল্পনা করে ফেললেন। নিজেদের ভাষণ দেওয়ার সময় কল্পনা শব্দকে সত্যি করার জন্য পাঞ্চ লাইন ব্যবহার হল।
এক এক করে সংসদে সাংসদরা যে পাঞ্চলাইন বা মজার ডায়লগ বললেন
১.. অমিত শাহ বলেন, "আপনারা কি চান পুরো বিশ্ব থেকে মুসলমানরা এখানে আসুক আর আমরা তাদের নাগরিক হিসেবে গ্রহণ করি? তাহলে দেশ চলবে কী করে?
২.. শিবসেনা নেতা সঞ্জয় রাউত বললেন, "যদি পাকিস্তানের ভাষা আমরা চাই না তাহলে পাকিস্তানকে শেষ করা হোক। আমাদের দেশে মজবুত সরকার রয়েছে ।দেশভক্তির সার্টিফিকেট যারা দান করছেন আপনারা যে স্কুলের ছাত্র, আমরা সেই স্কুলের মাস্টারমশাই। আর আমাদের স্কুলের হেডমাস্টার বালাসাহেব ঠাকরে ছিলেন, অটল জি ছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জী ছিলেন, আমি তাদের সবাইকে সম্মান করি।"
৩.. আনন্দ শর্মা বলেন, "এখানে পুনর্জন্মে বিশ্বাস করা হয়। সর্দার প্যাটেলের সঙ্গে যদি মোদিজীর দেখা হতো, তাহলে উনি খুবই রেগে যেতেন। গান্ধীজির চশমা শুধুমাত্র বিজ্ঞাপনে ব্যবহারের জন্যই নয়।"
৪... আরজেডির মনোজ ঝা বলেন, "যদি স্বর্গ বলে কোথাও কিছু থাকে, তাহলে সেখানে সিএবি(CAB) এর পরে জিন্না এবং মহাত্মা গান্ধির যদি দেখা হয় তাহলে জিন্না গান্ধিজীকে বলবেন ,শুভেচ্ছা আপনাকে আপনাদের ওখানে ইজরায়েল হয়েছে।"
৫.. কংগ্রেসের তরফ থেকে কপিল সিব্বল বললেন মুসলমানরা আপনাদের ভয় পায় না, জুরাসিক রিপাবলিক বানানো হচ্ছে দেশকে শেষ পর্যন্ত দুজন ডাইনোসরই বাঁচবে।
Post a comment