This Article is From May 20, 2020

লকডাউনেও বেলি ডান্সের ক্লাস করছেন সুহানা খান, ভাইরাল হল ছবি

তারকা সন্তানদের মধ্যে সুহানা খানকে নিয়েই আলোচনা সবথেকে বেশি। গ্ল্যামারাস লুক ও ড্রেসিং সেন্সের জন্য জনপ্রিয় তিনি।

লকডাউনেও বেলি ডান্সের ক্লাস করছেন সুহানা খান, ভাইরাল হল ছবি

বেলি ডান্সের ক্লাসে সুহানা খান (Suhana Khan)।

হাইলাইটস

  • সুহানা খানকে দেখা গেল বেলি ডান্সের ক্লাসে
  • ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে
  • তারকা সন্তানদের মধ্যে সুহানা খানকে নিয়েই আলোচনা সবথেকে বেশি
নয়াদিল্লি:

করোনা ভাইরাসের ধাক্কায় (Coronavirus) গোটা দেশে লকডাউন। সকলেই ঘরবন্দি। বলিউডের তারকারাও ব্যতিক্রম নন। সকলেই যখন নিজের বাড়িতেই বন্দি রয়েছেন, তখন শাহরুখ খানের (Shah Rukh Khan) কন্যা সুহানা খানকে (Suhana Khan) দেখা গেল বেলি ডান্সের ক্লাসে। তবে অনলাইনে। তাঁর ক্লাস করার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখানো হয়েছে কেমন করে লকডাউনের আগে ও পরে সুহানা বেলি ডান্সের ক্লাস করছেন। সুহানার এই ছবিটি শেয়ার করেছেন তাঁর বেলি ডান্সের শিক্ষক সঞ্জনা মুথ্রেজা। একটি ছবিতে সুহানা ও সঞ্জনাকে পাশাপাশি দাঁড়ানো অবস্থায় দেখা যাচ্ছে। অন্য ছবিতে ভিডিও কলের মাধ্যমে সঞ্জনার ক্লাস করতে দেখা গিয়েছে সুহানাকে। লকডাউন শুরুর পর থেকেই এভাবে নাচের ক্লাসটি করছেন সুহানা।

কনের সাজে সুনীতা কাপুরকে দেখে কেঁদে ফেলেছিলেন অনিল কাপুর! পড়ুন তারকার পোস্ট

কেবল তিনিই নন, অনন্যা পান্ডে এবং সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুরও অনলাইনে বেলি ডান্সের ক্লাস করছেন।


তারকা সন্তানদের মধ্যে সুহানা খানকে নিয়েই আলোচনা সবথেকে বেশি। গ্ল্যামারাস লুক ও ড্রেসিং সেন্সের জন্য জনপ্রিয় তিনি। কোনও সিনেমায় অভিনয় এখনও করেননি তিনি। কিন্তু সর্বদাই শিরোনামে থাকেন সুহানা।

হাল্ক হোগানের ছবির সামনে খুদে রণভীর! দেখুন সেই ইনস্টাগ্রাম পোস্ট

সোশ্যাল মিডিয়ায় সুহানা খানের নামে অনেক ফ্যান ক্লাবও রয়েছে। বাবা শাহরুখ খান বলেছেন যে পড়াশোনা শেষ করেই তিনি চলচ্চিত্রে পা রাখবেন। নিউ ইয়র্কে পড়াশোনা করছেন সুহানা। তবে লকডাউনের ধাক্কায় তিনি এখন ঘরবন্দি।

.