This Article is From Sep 19, 2019

Super 30: ‘সুপার ৩০’-খ্যাত আনন্দ কুমার শিক্ষকতার জন্য পেলেন মার্কিন পুরস্কার

‘সুপার ৩০’-র (Super 30) প্রতিষ্ঠাতা ও বিখ্যাত গণিতজ্ঞ আনন্দ কুমার (Anand Kumar) শিক্ষকতার জন্য প্রদত্ত একটি মার্কিন (US)পুরস্কার পেলেন।

Super 30: ‘সুপার ৩০’-খ্যাত আনন্দ কুমার শিক্ষকতার জন্য পেলেন মার্কিন পুরস্কার

৪৬ বছরের আনন্দ কুমারকে ‘দ্য এডুকেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০১৯’ দিল ‘ফাউন্ডেশন ফর এক্সেলেন্স’ নামের মার্কিন সংস্থা।

হাইলাইটস

  • ‘সুপার ৩০’-র প্রতিষ্ঠাতা আনন্দ কুমার শিক্ষকতার মার্কিন পুরস্কার পেলেন
  • ‘ফাউন্ডেশন ফর এক্সেলেন্স’ নামের মার্কিন সংস্থা এই পুরস্কার দিল
  • আন‌ন্দ কুমার গত ১৮ বছর ধরে তাঁর ‘সুপার ৩০ প্রোগ্রাম’ চালিয়ে যাচ্ছেন
ওয়াশিংটন:

‘সুপার ৩০'-র (Super 30) প্রতিষ্ঠাতা ও বিখ্যাত গণিতজ্ঞ আনন্দ কুমার (Anand Kumar) শিক্ষকতার জন্য প্রদত্ত একটি মার্কিন (US)পুরস্কার পেলেন। দেশের দুঃস্থ ছাত্রদের শিক্ষিত করে তোলায় তাঁর অবদানের জন্যই তিনি এই পুরস্কার পেলেন। ৪৬ বছরের আনন্দ কুমারকে ‘দ্য এডুকেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০১৯' দিল ‘ফাউন্ডেশন ফর এক্সেলেন্স' নামের মার্কিন সংস্থা। ক্যালিফোর্নিয়ার সান জোস-এ সংস্থার ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে এই পুরস্কার আনন্দ কুমারের হাতে তুলে দেওয়া হল‌। তিনি মার্কিন ও সারা ভারতে ছড়িয়ে থাকা ভারতীয়দের উদ্দেশে বলেন, শিক্ষাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারে পৃথিবীর সব সমস্যার সমাধান করতে।

ভিড়ে ঠাসা অডিটোরিয়ামে আনন্দ কুমার বলেন, ‘‘সঠিক শিক্ষাদানের ব্যবস্থাকে জনতার হাতের নাগালে রাখতে পারলে তা এই পৃথিবীতে বিরাট পার্থক্য গড়ে দিতে পারে দারিদ্র, বেকারত্ব, জনবিস্ফোরণ, পরিবেশ দূষণের মতো সমস্যায় এবং আরও অনেক কিছুতে।''

Rajnath Singh On HAL Tejas:"এটি নিয়ন্ত্রিত",তেজসে উড়ান শেষে বললেন "শিহরিত" রাজনাথ সিং

তি‌নি আরও বলেন, ‘‘ভারতীয়রা আমেরিকাসহ সারা বিশ্বে নানা ক্ষেত্রে বহু আশ্চর্যজনক কাণ্ড করছেন। এবং তাঁদের কাছে এটা সন্তোষজনক যে তাঁরা সমাজকে কিছু ফিরিয়ে দিতে পারছেন। শিক্ষার চেয়ে মূল্যবান উপহার আর কিছু হতে পারে না।''

আন‌ন্দ কুমার গত ১৮ বছর ধরে তাঁর ‘সুপার ৩০ প্রোগ্রাম' চালিয়ে যাচ্ছেন। প্রতি বছর ৩০ জন ছাত্রকে বিনামূল্যে আইআইটি-জয়েন্ট এন্ট্রান্সের জন্য বর্ষব্যাপী ‌প্রশিক্ষণ দেন তিনি।

মার্কিন সেনা বাজাল ‘‘জন-গণ-মন'', ভিডিও ভাইরাল

সাফল্যের হার চমকপ্রদ। দরিদ্র পরিবারের পড়ুয়ারা এখানে প্রশিক্ষণ নেওয়ার পর তাঁদের মধ্যে বিরাট পরিবর্তন লক্ষ করা গিয়েছে।

আনন্দ কুমার এদিন আরও বলেন, ‘‘আজ যখন শূন্যতা বেড়ে চলেছে, তখন শিক্ষাই কেবল সেতু তৈরি করতে পারে। কাউকে সুযোগ দিন। সে ভাল করবেই। আসলে সুযোগটাই সবথেকে জরুরি।''

আনন্দ কুমারের বায়োপিকে অভিনয় করেছিলেন হৃতিক রোশন। ছবিটি জনপ্রিয় হয়।

তিনি বলেন, ‘‘আমার সামান্য সুপার ৩০ প্রচেষ্টার মধ্যে দিয়ে আমি বুঝতে পেরেছি সাফল্যের হাসি কেমন করে কেবল পরিবার নয়, গোটা জাতির জন্য আশার সঞ্চার করতে পারে। এটাই পৃথিবী চায় এবং আপনার প্রচেষ্টা লক্ষ মানুষের আশাকে জাগিয়ে তুলতে পারে।''

.