বড়দিনের ক্ষেত্রে সময়টা দুপুর 1:55 টা থেকে রাত 12:30টা।
হাইলাইটস
- বাজি বিক্রিতে সম্মতি দিল সুপ্রিম কোর্ট
- কম দূষণ ছড়ায় এমন বাজি বিক্রির অনুমতি দিল আদালত
- দিপাবলীতে সন্ধ্যা 8 টা থেকে রাত 10 টা পর্যন্ত বাজি ফাটানো যাবে
নিউ দিল্লি: বাজি বিক্রিতে সম্মতি দিল সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট সময়ের জন্য কম দূষণ ছড়ায় এমন বাজি বিক্রির অনুমতি দিল আদালত। আর তাই দীপাবলিতে সন্ধ্যা 8 টা থেকে রাত 10 টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। বড়দিনের ক্ষেত্রে সময়টা দুপুর 1:55 টা থেকে রাত 12:30টা। আদালত জানায় শুধু কম দূষণ ছড়ায় এমন বাজি বিক্রি করা যাবে। দূষণ রুখতে বাজি বিক্রি বন্ধ করার দাবিকে সামনে রেখে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেটি খারিজ করে আদালত। উৎসবের মরসুমে বাজির চাহিদা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত হয়েছে। বিচারপতিদের মন্তব্য তাঁরা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন। তবে একই সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয়েছে অনলাইনে বাজি বিক্রি করা চলবে না। নির্দেশ না মেনে সেই কাজ করলে তা আদালত অবমাননার সামিল বলে গণ্য হবে।
রায় ঘোষণার সময় আদালত বলে, সংবিধানের 21 নম্বর ধারায় সকলেরই জীবন ধারনের অধিকার আছে। সে কথা আতস বাজি প্রস্তুতকারকদের ক্ষেত্রেও একই ভাবে প্রযোজ্য। গত বছর অক্টোবর মাসের 9 তারিখ বাজি বিক্রির উপর সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা জারি করে আদালত। তখন ব্যবসায়ী সংগঠনের তরফে মাত্র দু- এক দিনের জন্য হলেও বাজি বিক্রির অনুমতি চাওয়া হয়েছিল তা খারিজ হয়ে যায়।