தமிழில் படிக்க Read in English
This Article is From Jan 25, 2019

কেন্দ্রের সংরক্ষণ বিলের বৈধতা যাচাই করবে সুপ্রিম কোর্ট

সংরক্ষণের সীমা ৫০ শতাংশের ওপরে হয়ে যাবে বিলের ফলে, এই দাবি নিয়ে কেন্দ্রের আনা বিলের বিরোধীতা করে দায়ের করা মামলা শুনবে সুপ্রিম কোর্ট।

Advertisement
অল ইন্ডিয়া

সংরক্ষণ বিলটি প্রথমে লোকসভা এবং পরে রাজ্যসভায় পাশ হয়

নিউ দিল্লি :

অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ৫০ শতাংশ সংরক্ষণ বিলের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। শুক্রবার কেন্দ্রের কাছে নোটিশ পাঠাল শীর্ষ আদালত, তবে বিলটি স্থগিত  করে দেয় নি তারা।

সংসদে পাশ হওয়া সংরক্ষণ বিলের খসড়া নিয়ে চার সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে যেতে হবে কেন্দ্রীয় সরকারকে।

এই সংরক্ষণ বিলের বিরোধিতা করে দায়ের হওয়া মামলা শুনবে সুপ্রিম কোর্ট। মামলার আবেদনে বলা হয়েছে, এই সংরক্ষণ বিলের ফলে মোট সংরক্ষণের হার ৫০ শতাংশের ওপরে হয়ে যাবে।

দেশের কয়েক কোটি মানুষের কাছে পৌঁছে যাবে প্রধানমন্ত্রীর লেখা ব্যক্তিগত চিঠি

Advertisement

মামলার আবেদনে শীর্ষ আদালতের মণ্ডল কমিশনের রায় তুলে ধরা হয়েছে।১৯৯২ সালের মণ্ডল কমিশনের রায়ে বিশেষভাবে বলা হয়েছে, “সংবিধান অনুসারে অর্থনৈতিক অবস্থা সংরক্ষণের কারণ হতে পারে না”।

Republic Day 2019: প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি জোর কদমে, জেনে নিন বিশেষ কয়েকটি তথ্য

Advertisement

এছাড়াও মামলার আবেদনে আরও বলা হয়েছে, ২০০৬ সালে আদালতে বলে দেয়, সংরক্ষণের সীমা ৫০ শতাংশের ওপরে করা যাবে না।ফলে নতুন এই সংরক্ষণ বিলের ফলে মোট সংরক্ষণের সীমা ৫০ শতাংশের সীমা ছাড়িয়ে যাচ্ছে, যা “অসাংবিধানিক এবং এটাকে বাতিল করা উচিত”।

Advertisement