தமிழில் படிக்க Read in English
This Article is From Dec 14, 2018

রাফাল চুক্তিতে দুর্নীতি হয়নি, জানাল সুপ্রিম কোর্ট, স্বস্তির শ্বাস ফেলল কেন্দ্র: ১০ 'টি তথ্য

রাফাল চুক্তি নিয়ে কেন্দ্রকে ক্লিনচিট দিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানাল, রাফাল চুক্তিতে কোনও দুর্নীতি হয়নি।

Advertisement
অল ইন্ডিয়া
রাফাল চুক্তি নিয়ে কেন্দ্রকে ক্লিনচিট দিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানাল, রাফাল চুক্তিতে কোনও দুর্নীতি হয়নি। যা, আদতে স্বস্তির তাজা বাতাস এনে দিল সরকারের অন্দরমহলে। ৩৬'টি যুদ্ধবিমান কিনতে ৫৯,০০০ কোটি টাকার চুক্তি হয়েছিল বলে কংগ্রেস অভিযোগ করেছিল দুর্নীতির। যে পিটিশন আদালতে তারা দাখিল করেছিল, সেখানে স্পষ্টভাবে লেখা হয়েছিল, এত টাকার চুক্তি কেন্দ্র করেছে কেবল অনিল আম্বানির সংস্থাকে সুবিধে পাওয়ে দেওয়ার জন্যই। আদালত সেই অভিযোগ খারিজ করে দিয়ে জানিয়ে দিল, "বাণিজ্যিকভাবে সুবিধা পাইয়ে দেওয়ার লক্ষ্য ছিল এই চুক্তিতে, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি"।

এখানে রইল ১০ 'টি তথ্য

  1.  সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ জানাল, "যুদ্ধবিমান কেনার স্বাধীনতার ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি না আমরা"। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বললেন, "অপ্রস্তুত হয়ে থাকার কোনও সুযোগ নেই আমাদের দেশের কাছে"। 
     

  2. পিটিশনে আদালতের নেতৃত্বে তদন্তের দাবি জানিয়েছিল কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা। 
     

  3.  কংগ্রেস অভিযোগ করে, পূর্ববর্তী ইউপিএ সরকারের আমলে হওয়া চুক্তিকে খণ্ডন করে অনিল আম্বানির সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার লক্ষ্যে সরকার নতুনভাবে চুক্তি করে।
     

  4. আদালত জানায়, "বাণিজ্যিকভাবে সুবিধা পাইয়ে দেওয়ার লক্ষ্যে এই চুক্তি করা হয়েছিল বলে কোনও প্রমাণ পাইনি আমরা"।
     

  5. কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর অভিযোগের তীর ছিল ফরাসি সংস্থা দাসোর দিকেও।
     

  6. Advertisement
  7. অফসেট নিয়ম মানে হল মোট চুক্তির অর্ধেক অর্থ দিতে হবে ফরাসি সংস্থা দাসোকে। যার পরিমাণ প্রায় ৩০,০০০ কোটি টাকা।
     

  8. ১৪ নভেম্বর এই মামলার শেষ শুনানির সময় সরকার জানিয়েছিল, এই চুক্তি বিষয়ে সব তথ্য প্রকাশ করলে তা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠতে পারে।
     

  9. যদিও, আদালতের কাছে এই চুক্তিতে বিনিয়োগ করা সমস্ত অর্থ সংক্রান্ত তথ্য একটি বন্ধ খামের মধ্যে রেখে পেশ করা হয়েছিল।
     

  10. আদালতের অনুরোধের দুজন পদস্থ বায়ুসেনা কর্তাও সওয়াল জবাব প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন এই মামলা চলাকালীন।
     

  11. প্রথম এই পিটিশন দাখিল করেছিলেন মনোহরলাল শর্মা ও বিনীত ধান্দা। পরে আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিংহও একটি পিটিশন দাখিল করেন। তারপর অরুণ শৌরী, প্রশান্তভূষণ এবং যশবন্ত সিনহা একসঙ্গে দাখিল করেন পিটিশন।
     

Disclaimer: NDTV has been sued for 10,000 crores by Anil Ambani's Reliance Group for its coverage of the Rafale deal.

Advertisement