This Article is From Sep 25, 2018

প্রার্থীদের অপরাধ সম্পর্কে জানাতে শীঘ্রই আইন বানাবে সংসদ

সুপ্রিম কোর্ট (Top Court) জানিয়েছে, যাদের ওপর কোনো গুরুতর অপরাধের অভিযোগ থাকবে, তারা যাতে জন সাধারণের জীবনে হস্তক্ষেপ করতে না পারে সেই দিকে হবে।

প্রার্থীদের অপরাধ সম্পর্কে জানাতে শীঘ্রই আইন বানাবে সংসদ

Top Court: রাজনীতি থেকে অপরাধকে দূরে রাখার জন্য সংসদের আইন প্রণয়ন করার সময় এসে গেছে

হাইলাইটস

  • এখন দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত নির্বাচনে লড়া যায়
  • রাজনীতিকে অপরাধ মুক্ত করার দাবিকে সামনে রেখে দায়ের হয়েছে মামলা
  • এর আগে আদালত জানায় অপরাধ রাজনীতিতে পচন ধরাচ্ছে।
নিউ দিল্লি:

রাজনীতিতে অপরাধের বিষয় নিয়ে পাঁচ বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, 'জালিয়াতি' শব্দটিই এখন সর্বময়' হয়ে উঠেছে। প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রের জাতীয় আতঙ্কে পরিণত হয়েছে জালিয়াতি। ভারতীয় গণতন্ত্র অনুসারে সুনির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও জাতীয় রাজনীতিতে অপরাধের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে।

আদালত জানিয়েছে, আইনের পালন করতে সকলেই বাধ্য। আদালত জানিয়ে দিয়েছে যে, এবার রাজনীতি থেকে অপরাধকে দূরে রাখার জন্য সংসদের আইন প্রণয়ন করার সময় এসে গিয়েছে। 

সংসদ কত শীঘ্র আইনি ব্যবস্থা নেবে সেই দিকেই তাকিয়ে আছে রাষ্ট্র। সুপ্রিম কোর্ট জানিয়েছে, দূষিত রাজনীতিকে শুদ্ধ করার জন্য, জরুরি পদক্ষেপ গ্রহণ করাটা খুবই জরুরি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাদের ওপর কোনো গুরুতর অপরাধের অভিযোগ থাকবে, তারা যাতে জন সাধারণের জীবনে হস্তক্ষেপ করতে না পারে সেই দিকে নজর দিতে হবে। আর সেই অনুসারেই সংসদের আইন প্রণয়ন করতে হবে।

.