Supreme Court: প্রায় লাখ দুয়েক কৃষকের খড় পোড়ানো বন্ধ করা সম্ভব নয়, এমন যুক্তি খারিজ করে দিয়েছে আদালত
নয়া দিল্লি: খড় পোড়ানোর ফলে বায়ুদূষণ (Air Pollution) বাড়ছে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা ইপিসিএর করা আবেদনের শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট তীব্র ভর্ৎসনা করেছে সরকারকে। কড়া ভাষায় শীর্ষ আদালত বলেছে যে খড় পোড়ানো (Stubble Burning) যে করে হোক নিয়ন্ত্রণ করতে হবে। কেননা এটা নিয়ন্ত্রণ করতে অক্ষম হলে ১০০ বছর পিছিয়ে যাবে দেশ। বুধবার রীতিমতো শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় পাঞ্জাব সরকারকে। কেননা তাঁরা আদালতকে জানিয়েছিল যে কৃষকদের খড় পোড়ানো রোখা প্রায় অসম্ভব। এই নিয়েই সরকারকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট বলে যে দূষণ রুখতে নির্দিষ্ট পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে সরকার । পাশাপাশি খড় পোড়ানো আটকানোর বিষয়টি কিছু সরকারি আধিকারিকদের হাতে ছেড়ে দেওয়ার বিষয়ে আদালত বলেছে, "এবার তাহলে সময় এসেছে আধিকারিকদের শাস্তি দেওয়ার"। সরকারের প্রতিনিধি হিসাবে, মুখ্য সচিব তাঁদের অপারগতার কথা তুলে ধরতেই ক্ষোভে ফেটে পড়ে আদালত। "এটা কোনও যুক্তি হল? আমরা এই মামলা এখানেই স্থগিত করে দেবো। পাঞ্জাবের মুখ্য সচিব আপনি কেন স্বীকার করছেন না যে এটা আপনাদের ব্যর্থতা" , বলে সুপ্রিম কোর্ট।
দূষণের মাত্রা বাড়ায় তাজমহলের গেটে বসানো হল দু'টি এয়ার পিউরিফায়ার যন্ত্র
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আবেদনের শুনানি চলাকালীন রীতিমতো দূষণ নিয়ে ক্ষোভপ্রকাশ করতে দেখা যায় সুপ্রিম কোর্টকে। "মানুষ মারা যাচ্ছেন, দূষণের মাত্রা এখন ১৮০০ ছাড়িয়েছে, বিমানের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে আর আপনারা আপনাদের কাজ নিয়ে গর্ববোধ করছেন?", কড়া সুরে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন বিচারপতি অরুণ মিশ্র ও দীপক গুপ্তার সমন্বয়ে গঠিত দুই বিচারপতির বেঞ্চ। সরকার নিজেদের নিষ্ক্রিয়তার দায় কৃষকদের উপর চাপাচ্ছে, কোনও দেশে সরকার খড় পোড়ানোর অনুমতি দিতে পারে না, এমন কথাও বলে শীর্ষ আদালত।
"আপনারা চান দেশের দরিদ্র কৃষকদের শাস্তি দেওয়া হোক। পাঞ্জাবের মতো একই সুরে কথা বলছে হরিয়ানা, উত্তরপ্রদেশ সরকারও ... আপনি দায়ী এবং গোটা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং দিল্লি এই দূষণের জন্য দায়ী। কেউ দেশের সাধারণ নাগরিকদের সমস্যা নিয়ে মাথা ঘামায় না ...", বলেন বিচারপতি মিশ্র।
ভারতের বাতাসকে দূষিত করতে বিষাক্ত গ্যাস ছড়াচ্ছে পাকিস্তান-চিন: বিজেপি নেতা
এর আগে শীর্ষ আদালত অ্যাটর্নি জেনারেলকেও তিরস্কার করেছিল। কেন্দ্র, দিল্লি, পাঞ্জাব এবং হরিয়ানার মুখ্য সচিবদের উপস্থিতিতে হওয়া এক শুনানিতে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল বলেন যে উত্তর ভারতে ছড়িয়ে পড়া দূষণের ৪৪ শতাংশের কারণ হল খড় পোড়ানো।
অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল বলেন,"কৃষকরা বলছেন যে এটি তাঁদের জীবিকার উপর প্রভাব ফেলবে এবং এ ছাড়া তাঁদের আর কোনও উপায় নেই,"।
এই কথার জবাবে সুপ্রিম কোর্ট বলে যে, "হরিয়ানা যদি এই খড় পোড়ানো নিয়ন্ত্রণ করতে পারে তবে পাঞ্জাব নয় কেন? কেউ জৈবিক উপায় কেন চেষ্টা করছে না", পাল্টা বলে সুপ্রিম কোর্ট।