Read in English
This Article is From Jul 23, 2019

NRC: চূড়ান্ত তালিকা প্রকাশের সময় বাড়াল শীর্ষ আদালত

অসমের নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ছিল ৩১ জুলাই। সেই ‘সময়সীমা’ বাড়িয়ে ৩১ অগস্ট করা হল। এক নির্দেশে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

Advertisement
অল ইন্ডিয়া

অসমের নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ এক মাস পিছিয়ে দিল শীর্ষ আদালত

Highlights

  • গত বছর প্রকাশিত ওই খসড়া তালিকায় ৪০ লক্ষ মানুষের নাম রয়েছে
  • ১৯৫১ সালের পর এই প্রথম অসমের নাগরিক তালিকা প্রকাশিত হচ্ছে
  • নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ছিল ৩১ জুলাই
নয়াদিল্লি:

অসমের (Assam) নাগরিক পঞ্জির (NRC) চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ছিল ৩১ জুলাই। সেই ‘ডেডলাইন' বাড়িয়ে ৩১ আগস্ট করা হল। মঙ্গলবার এক নির্দেশে জানিয়েছে সুপ্রিম কোর্ট। অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল আদালতকে জানান, কেন্দ্র এবং রাজ্য সরকার নাগরিক পঞ্জিটি পুনরায় যাচাই করতে চান। কেননা সেখানে মাত্র ৭.৭ শতাংশ বেআইনি অনুপ্রবেশকারী রয়েছে। যেখানে রাজ্যের গড় হিসেব ১২.৭ শতাংশ। তিনি বলেন, স্থানীয় আধিকারিকরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হয়তো চিহ্নিত করেননি। এই আবেদনের পরে আদালত জানায়, খসড়া তালিকার পুনয়ার যাচাইয়ের ব্যাপারে তাদের ইচ্ছা নেই।

‘‘প্রধানমন্ত্রীর অবশ্যই ‌দেশকে জানানো উচিত গোপন সত্যিটা'': ট্রাম্পের দাবির পরে রাহুলের টুইট

আদালত বলে, বিভিন্ন পিটিশন দাখিলকারীদের শুনানি হবে আগামী ৭ আগস্ট।

Advertisement

গত বছর প্রকাশিত ওই খসড়া তালিকায় ৪০ লক্ষ মানুষের নাম রয়েছে। ২৫ লক্ষের মতো মানুষ কেন্দ্রের কাছে পিটিশন দাখিল করেছে পুনরায় যাচাইয়ের জন্য। এটি স্বরাষ্ট্র মন্ত্রকের বিবেচনাধীন।

বিচারের দাবিতে অমিত শাহের সঙ্গে দেখা করতে পারে রাজ্যে নিহত বিজেপি কর্মীদের পরিবার

Advertisement

১৯৫১ সালের পর এই প্রথম অসমের নাগরিক তালিকা নতুন করে প্রকাশিত হচ্ছে। প্রতিবেশী বাংলাদেশ থেকে বহু অনুপ্রবেশকারীদের এখানে থাকার বিষয়টি মাথায় রেখেই নতুন তালিকা প্রকাশের পরিকল্পনা।

Advertisement