This Article is From Nov 16, 2018

সিবিআই অধিকর্তা অলোক বর্মার বিরুদ্ধে জমা পড়া রিপোর্ট মিশ্র বলল সুপ্রিম কোর্ট, দশটি তথ্য

ছুটিতে পাঠানো সিবিআই অধিকর্তা অলোক বর্মার বিরুদ্ধে তদন্ত করে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিল সিভিসি। তাতে ক্লিনচিট পেলেন না অলোক

 গোলমাল বিরাট আকার ধারন করায়  দুই  শীর্ষ কর্তাকে ছুটিতে  পাঠায় সরকার।

হাইলাইটস

  • লোক বর্মার বিরুদ্ধে তদন্ত করে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিল সিভিসি
  • মুখ বন্ধ খামে জমা পড়া রিপোর্টে ক্লিনচিট পেলেন না অলোক
  • আদালত জানিয়েছে রিপোর্ট অনুযায়ী তাঁর বিরুদ্ধে কয়েকটি অভিযোগ সত্য
নিউ দিল্লি: আদালত জানিয়েছে রিপোর্ট অনুযায়ী তাঁর বিরুদ্ধে ওঠা কয়েকটি অভিযোগের সত্যতা মিলেছে। আবার কয়েকটি অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। অধিকর্তাকে সোমবার এর জবাব দিতে হবে। মুখবন্ধ খামে নিজের জবাব জানাতে হবে সিবিআই প্রধানকে।

দশটি গুরুত্বপূর্ণ তথ্য

 

  1.  এই  রিপোর্টকে মিশ্র বলে  অভিহিত করেছে আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ  বলেছেন আরও তদন্ত প্রয়োজন। 
     

  2.   প্রধান বিচারপতি  বলেছেন জনমানসে সিবিআইয়ের   বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে অধিকর্তাকে মুখ বন্ধ খামে এই রিপোর্ট জমা দিতে হবে। 
     

  3.  অলোক বর্মার জবাব দেখে  নিয়ে  সিভিসি'র রিপোর্ট  নিয়ে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।   
     

  4.  এর আগে  সুপ্রিম  কোর্ট সিবিসিকে বলেছিল দু'সপ্তাহের মধ্যে  তদন্ত শেষ  করতে হবে। অলোকের বিরুদ্ধে  অভিযোগ এনেছেন তাঁর ডেপুটি রাকেশ আস্থানা। 
     

  5.  সিভিসি'র রিপোর্টের কপি আস্থানাকে  দেওয়া হবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
     

  6.  অলোকের বিরুদ্ধে এক ব্যবসায়ীর থেকে  মোটা টাকা  ঘুষ নেওয়ার অভিযোগ এনেছেন রাকেশ। পাল্টা  রাকেশের বিরুদ্ধে  এফআইআর করেছে  সিবিআই। তাঁর ঘনিষ্ঠ অফিসারকে গ্রেফতারও করা হয়েছে।   
     

  7. আস্থানার অভিযোগ  গুরুত্বপূর্ণ তথ্য তাঁর সঙ্গে   ভাগ করে নেন নি অলোক। প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের নাম রয়েছে এমন মামলা  থেকে এক আধিকারিকের নাম বাদ  দেওয়ার অভিযোগও তুলেছেন কেন্দ্রীয়  গোয়েন্দা  সংস্থার স্পেশাল ডিরেক্টর। 
     

  8. পাল্টা ব্যবসায়ীর থেকে ঘুষ নিয়ে মামলা লঘু করে দেওয়ার অভিযোগ উঠেছে  আস্থানার বিরুদ্ধে।
      

  9.  স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে  অভি্যোগ দায়ের হওয়ার পর গোটা বিষয়টি প্রকাশ্যে আসে।  
     

  10. সিবিআইয়ের  ঘরোয়া  গোলমাল বিরাট আকার ধারন করায়  দুই  শীর্ষ কর্তাকে ছুটিতে  পাঠায় সরকার।           



Post a comment
.