This Article is From Sep 28, 2018

পরকীয়া আর অপরাধ নয়, কোন পথে এল রায়? জেনে নিন বিচার প্রক্রিয়ার টাইম লাইন

পরকীয়া এখন আর অপরাধ নয়। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে

পরকীয়া আর  অপরাধ নয়,  কোন পথে এল রায়? জেনে নিন বিচার প্রক্রিয়ার  টাইম লাইন

মামলার টাইম লাইন এক নজরে

হাইলাইটস

  • পরকীয়া এখন আর অপরাধ নয়
  • প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে
  • প্রধান বিচারপতি বলেছেন স্ত্রী স্বামীর সম্পত্তি নয়
কলকাতা: পরকীয়া এখন আর অপরাধ নয়। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। প্রধান বিচারপতি বলেছেন পরকীয়া অপরাধ নয়। এই আইনে মহিলাদের সম্মানহানী হয়। স্ত্রী স্বামীর সম্পত্তি নয়।

মামলার টাইমলাইন

  1.  সেপ্টেম্বর,  2018 : সংবিধানের  497  ধারা খারিজ করে দিল আদালত।  

  2. 8 অগাস্ট, 2018 : এ সংক্রান্ত মামলা  কয়েক দিন শোনার পর আদালত রায় সংরক্ষিত রাখে। 

  3. অগাস্ট, 2018:  কেন্দ্র পরকীয়া সংক্রান্ত আইন রেখে  দেওয়ার পক্ষে সওয়াল করে।  

  4. 2 অগাস্ট, 2018 : আদালত  বলে বিয়ের পবিত্রতা রক্ষা করতেই হবে কিন্তু পরকীয়া সাম্যের অধিকারকে লঙ্ঘন করে।        .

  5. 11 জুলাই, 2018 : কেন্দ্র জানায় 497 ধারার অবলুপ্তি  হলে বিয়ের পবিত্রতা নষ্ট হয়।. 

  6. 1 অগাস্ট 2018 : সাংবিধানিক বেঞ্চে মামলার শুনানি শুরুর হয়।

  7. 8 সেপ্টেম্বর, 2017 :এই আইন বদল কিনা তা খতিয়ে দেখার কথা ভাবে সুপ্রিম কোর্ট       

  8. 5 জানুয়ারি 2018 :  পাঁচ বিচারপতির কাছে গেল মামলা। 

  9. 10 অক্টোবর , 2017 : কেরলের এনআরআই অশোক চৌহান এই ধারা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেন।     



Post a comment
.