This Article is From Sep 27, 2018

মহিলাদের ব্যাভিচার করা অপরাধ নয়, জানাল সুপ্রিম কোর্ট

157 বছরের প্রাচীন আইন IPC 497 (ব্যাভিচার)- এর বৈধতা (Supreme Court verdict on Adultery under Section 497) নিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়ে দিয়েছে নিজের রায়।

Advertisement
অল ইন্ডিয়া

Supreme Court verdict on Adultery under Section 497: ব্যাভিচার মামলায় সুপ্রিম কোর্টের রায়

নিউ দিল্লি :

157 বছরের প্রাচীন আইন IPC 497 (ব্যাভিচার)- এর বৈধতা (Supreme Court verdict on Adultery under Section 497) নিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়ে দিয়েছে নিজের রায়। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে, যে সিস্টেম মহিলাদের গরিমাকে আহত করে বা যা মহিলাদের ক্ষেত্রে বৈপরীত্যের সৃষ্টি করে, তা সংবিধানের কোপকে স্বাগত জানায়।  সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে, যে আইন মহিলাদের ক্ষেত্রে অসমানতার সৃষ্টি করে তা অসংবিধানিক। 

Advertisement