Supreme verdic কেরালা বিধানসভায় সর্বসম্মত ভাবে এ সংক্রান্ত বিল পাস হয়।
অনিশ্চয়তার মুখে পড়লেন কেরালার 180 জন মেডিক্যাল পড়ুয়া। তাঁদের ভর্তি বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। এর আগে গতবছর মে মাসে কেরালার এই কান্নুর মেডিক্যাল কলেজ এবং করুণা মেডিক্যাল কলেজের ভর্তি বাতিল করে দিয়েছিল আদালত। সাত মাস বাদে অর্ডিন্যান্স জারি করে ওই পড়ুয়াদের কলেজে ফিরিয়ে নেয় সরকার। এরপর চলতি বছরের এপ্রিল মাসে কেরালা বিধানসভায় সর্বসম্মত ভাবে এ সংক্রান্ত বিলও পাস হয়ে যায়। কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেওয়ার পর সেটি আর কার্যকর রইল না। রায় দিয়ে সুপ্রিম কোর্ট জানায় নিজেদের ক্ষমতায় বাইরে গিয়ে কাজ করেছে কেরালা সরকার। পাশাপাশি অর্ডিন্যান্স জারি করে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়ও অমান্য করা হয়েছে। সেই অর্ডিন্যান্সের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া। তাতেই রায় দিল সুপ্রিম কোর্ট।