This Article is From Dec 06, 2018

আর্থিক বৃদ্ধির প্রশ্নে দাপট দেখাবে ভারত, এক নম্বরে উঠে আসতে পারে সুরাট

বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে এগোতে থাকা শহরের তালিকায় প্রথম দশের মধ্যে ভাল জায়গায় রয়েছে ভারত। 

আর্থিক বৃদ্ধির প্রশ্নে দাপট দেখাবে ভারত, এক নম্বরে উঠে আসতে পারে সুরাট

দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকা শহর হয়ে উঠবে  গুজরাটের সুরাট।

হাইলাইটস

  • হীরে ব্যবসার জন্য পরিচিত সুরাটই আগামী দিনে সেরার শিরোপা ছিনিয়ে নেবে
  • এশিয়ার দেশ গুলি উত্তর আমেরিকাকে ছাপিয়ে বেশ কিছুটা এগিয়ে যাবে
  • আফ্রিকার শহর গুলি মধ্যে সেরা হবে তাঞ্জানিয়ার বন্দর শহর

বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে এগোতে থাকা শহরের তালিকায় প্রথম দশের মধ্যে ভাল জায়গায় রয়েছে ভারত।  আগামী  দু'দশক ভারত নিজেদের জায়গা ধরে  রাখবে  এমন সম্ভবনাই প্রবল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে  দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকা শহর হয়ে উঠবে  গুজরাটের সুরাট। হীরে ব্যবসার জন্য পরিচিত সুরাটই আগামী দিনে সেরার  শিরোপা ছিনিয়ে নেবে । বিশ্ববিদ্যালয়ের মুখ্য আর্থিক বিশেষজ্ঞ রিচার্ড হল্ট এ কথাই জানিয়েছেন। আরও বলা হয়েছে  আর্থিক বৃদ্ধির প্রশ্নে  এশিয়ার দেশ গুলি উত্তর আমেরিকাকে ছাপিয়ে বেশ কিছুটা এগিয়ে যাবে। ইউরোপিয়ান ইউনিয়নের দেশ গুলির  বিভিন্ন শহরের সম্মিলিত আর্থিক বৃদ্ধি ২০৩৫ সালের মধ্যে ১৭ শতাংশ বাড়বে।               

5m6q4fo

 নিউইয়র্ক,  টোকিও,  লজ আঞ্জেলস, লন্ডন,  সাংহাই এবং বেজিংয়ের মতো শহরে জনসংখ্যা হবে 20 মিলিয়ন। আর এভাবেই প্যারিস এবং শিকাগোকে  ছাপিয়ে  যাবে  এই শহরগুলি। আরও বলা হয়েছে  দ্রুত বাড়তে থাকা শহরের প্রথম দশের তালিকায় জায়গা করে নেবে  চিনও। আফ্রিকার শহর গুলি মধ্যে  সেরা  হবে তাঞ্জানিয়ার বন্দর শহর।    

 

.