এর আগে সুরেন্দ্র বলেছিলেন, হিন্দুদের উচিত পাঁচটি করে সন্তানের জন্ম দেওয়া।
বাল্লিয়া, উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক (BJP MLA ) সুরেন্দ্র সিংহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করে তাঁকে ‘নিষ্ঠুর হৃদয়ের মহিলা' বলে বর্ণনা করলেন। পাশাপাশি তিনি দাবি করেন, যদি ভারতে বেআইনি মুসলিম অনুপ্রবেশকারীদের থাকতে দেওয়া হয় তাহলে কাশ্মীরের মতো সর্বত্র পাথর-ছুঁড়িয়ে ব্যক্তিদের দেখা মিলবে। বাইরিয়ার বিধায়ক গত সপ্তাহেই তৃণমূল নেত্রীকে ‘শয়তান' বলেছিলেন। বলেছিলেন হাজার হাজার হিন্দুদের যারা মেরেছে, তাদের রক্ষা করছেন মমতা। তিনি বলেছিলেন, ‘‘উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) পশ্চিমবঙ্গে মানুষদের সঙ্গে নেই। বাংলাদেশের শয়তানদের সঙ্গে রয়েছেন।'' এদিন সুরেন্দ্র সিংহ দাবি করেন, ‘‘উনি একজন নিষ্ঠুর হৃদয়ের মহিলা। আগামী বিধানসভা নির্বাচনে তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে।''
দেশের ইতিহাস নিয়ে সইফের বক্তব্যের নিন্দায় তৈমুর প্রসঙ্গ তুললেন বিজেপি নেত্রী
প্রতিবেশী দেশ থেকে আগত মুসলিম অনুপ্রেবশকারীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘‘যদি বাংলাদেশি ও পাকিস্তানি মুসলিমদের এখানে থাকতে দেওয়া হয়, তাহলে দেশের প্রতিটি রাস্তাতে জম্মু ও কাশ্মীরের মতো পাথর-ছুঁড়িয়েদের দেখা মিলবে।''
প্রসঙ্গত, তিনি এর আগে বলেছিলেন, হিন্দুদের উচিত পাঁচটি করে সন্তানের জন্ম দেওয়া। সেই বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, তিনি তাঁর আগে করা মন্তব্য থেকে সরছেন না।
CAA: "হোক বিতর্ক", মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধিকে অমিত শাহের চ্যালেঞ্জ
গত সোমবার সুরেন্দ্র বলেন, গণতান্ত্রিক কাঠামোয় মমতা একজন ‘বিশুদ্ধ শয়তানের বৈশিষ্ট্যসম্পন্ন'। তিনি আরও বলেন, ‘‘ওঁর মধ্যে মহিলাদের কোনও মূল্যবোধ বা বৈশিষ্ট্য নেই।''
পাশাপাশি সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ প্রসঙ্গে তিনি বলেন বিজেপি ‘দেবতাদের দল'। এসপি, বিএসপি ও টিডিপি দলগুলিকে তিনি ‘রাক্ষস'-এর সঙ্গে তুলনা করেন।