This Article is From Aug 12, 2018

40 বছর পর চুরি যাওয়া সার্ফবোর্ড ফেরত পেলেন এক ব্যক্তি

ঐতিহ্যবাহী পুরনো সার্ফবোর্ডের দাম অনেক!

40 বছর পর চুরি যাওয়া সার্ফবোর্ড ফেরত পেলেন এক ব্যক্তি

40 বছর বাদে তিনি হারিয়ে যাওয়া সার্ফবোর্ড ফেরত পেলেন। (প্রতীকী)

এক অস্ট্রেলিয়ান সার্ফারের কাছে তাঁর সার্ফবোর্ড চুরি হওয়ার 40 বছর পর ফেরত এসেছে, স্থানীয় গণমাধ্যমে রবিবার জানানো হল।

জিংহুয়া সংবাদসংস্থাকে পিটার গিলসন জানান তাঁর মা $1,800 অস্ট্রেলিয়ান ডলার জমিয়ে নিউ সাউথ ওয়েলস স্টেটের নিউ ক্যাসেলে 1970 দশকের শেষের দিকে ওই সার্ফবোর্ডটি কিনে দিয়েছিলেন যা তাঁদের বাড়ির গ্যারেজ থেকে চুরি হয়ে যায়।  

গিলসন আরও জানান, তাঁর মা অনেক কষ্টে টাকা জমিয়ে তাঁকে ওই সার্ফবোর্ড কিনে দিয়েছিলেন তাই চুরি যাওয়ার পর তিনি প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন।

চার দশক পরে গিলসন ঐতিহ্যশালী সার্ফবোর্ড মেরামতের কাজ শুরু করেন এবং অনলাইনে তাঁর চুরি যাওয়া ঘোড়ার ছবি দেওয়া সার্ফবোর্ডটি খুঁজে পান। দেশের পশ্চিম প্রান্তে বসবাসকারী এক ব্যক্তি ছবিটা শেয়ার করেছিলেন।  

গিলসন ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে বুঝতে পারেন, অনেকবার হাত বদল হওয়ার পর সার্ফবোর্ডটি ওই ব্যক্তির কাছে পৌঁছেছে। তিনি ওই ব্যক্তিকে সার্ফবোর্ডটির পুরনো ছবি দেখিয়ে ঘটনাটা বিস্তারিতভাবে জানান।

সার্ফবোর্ডটির বর্তমান মালিক গিলসনকে বিনামূল্যে সার্ফবোর্ডটি ফেরত দেন, যার ফলে কার্যতই অত্যন্ত খুশি গিলসন।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)Click for more trending news


.