தமிழில் படிக்க Read in English
This Article is From Dec 08, 2018

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে হৈ চৈ বেশি হয়েছে, মত প্রাক্তন সেনা কর্তার

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে হৈ চৈ অনেক বেশি  হয়েছে বলে মনে করেন অবসরপ্রাপ্ত  লেফটেনেন্ট জেনারেল  ডিএস হুডা।  

Advertisement
অল ইন্ডিয়া (with inputs from Agencies)

Highlights

  • স্ট্রাইক নিয়ে হৈ চৈ বেশি হয়েছে বলে মনে করেন অবসরপ্রাপ্ত সেনা কর্তা
  • হামলার সময় উত্তরাঞ্চলে সেনার কমান্ডার ছিলেন তিনি
  • হামলার লাইভ ভিডিয়ো ফুটেজও দেখেছেন তিনি
চন্ডীগড় :

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে হৈ চৈ অনেক বেশি  হয়েছে বলে মনে করেন অবসরপ্রাপ্ত  লেফটেনেন্ট জেনারেল  ডিএস হুডা।  তিনি বলেন স্ট্রাইক হওয়ার পর যা যা  হয়েছিল সেটা ঠিক আছে কিন্তু পরবর্তী সময়ে যে হৈচৈ হয়েছে তা কোনওভাবেই বাঞ্ছনীয় নয়। তিনি বলেন, ‘ আমার মনে হয় এত হৈ চৈ করার কোনও কারণ নেই। সেনা অপারেশনের প্রয়োজন ছিল। আর সেটা হয়েছে। কিন্তু স্ট্রাইকের রাজনীতিকরণ করা উচিত কিনা সেটা নেতারাই বলতে পারবেন।' ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বরের হামলার সময় উত্তরাঞ্চলে সেনার কমান্ডার ছিলেন তিনি।    

 হামলার লাইভ ভিডিয়ো ফুটেজও দেখেছেন তিনি। এই হানার মাত্র কয়েকদিন আগেই কাশ্মীরের উড়ি  সেনা  ছাউনিতে জঙ্গিরা হামলা করে।      

প্রাক্তন সেনা  কর্তার বক্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া  দিয়েছেন সেনা  প্রধা বিপিন রাওয়াত। সংবাদ সংস্থা  এএনআইকে  তিনি বলেন, এ ধরনের বক্তব্য একেবারেই ব্যক্তিগত। তাই এ নিয়ে মন্তব্য করা ঠিক নয়। উনি ওই হামলার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমি ওঁর বক্তব্যকে সম্মান করি। জানা গিয়েছে  ভারতীয় সেনা বাহিনীর হামলার ছক অনুমোদন করেছিলেন অবসরপ্রাপ্ত  লেফটেনেন্ট জেনারেল। তার সপ্তাহ দুয়েক আগে উড়ি সেনা  ঘাঁটিতে হামলা হয়েছিল।

Advertisement

দূষণে দক্ষিণকে ছাপাল উত্তর কলকাতা, আবহাওয়াকে দুষল পর্ষদ

 


মিলিটারি সাহিত্য উৎসবে যোগ দিতে গিয়ে এক দর্শকের প্রশ্নের উত্তরে  তিনি বলেন, আমরা  চুপিসারে হামলা চালাই।

এ ধরনের হামলার কৌশলগত দিক থাকে। তার মধ্যে অন্যতম হল শত্রুকে দুর্বল নৈতিক ভাবে দুর্বল করে দেওয়া। এ প্রসঙ্গে  ১৯২১ সালে ইরাকের উপর  ইসরায়েলের হামলার প্রসঙ্গও তুলে  ধরেন তিনি।     

Advertisement
Advertisement