This Article is From Mar 03, 2019

মুখই যেখানে ক্যানভাস! এই শিল্পীর মেকআপ ভ্রমে তাজ্জব হবেন আপনিও

লুকা লুস (Luca Luce) ২০১৪ সালে তাঁর অপটিক্যাল ইলিউশনের মেকআপ তৈরি করতে শুরু করেছিলেন। নিজের হাতকেই ক্যানভাসের মতো ব্যবহার করতে শুরু করেছিলেন তিনি।

মুখই যেখানে ক্যানভাস! এই শিল্পীর মেকআপ ভ্রমে তাজ্জব হবেন আপনিও

লুকা লুস (Luca Luce) একজন এমন মেকআপ শিল্পী যিনি সাররিয়ালিস্ট (surreal looks) মেকআপ করেন

শরীরে ছবি ফুটিয়ে তোলার গল্প আজ আর নতুন নয়। কিন্তু নিজেকে নিজেই সাররিয়ালিস্টিক ক্যানভাস করে তুলতে ক'জনই পারেন। এই মেকআপ শিল্পীর ইন্সটাগ্রামে গেলেই দেখতে পারবেন স্রেফ মেকআপে কীভাবে অনবদ্য ত্রিমাত্রিক ক্যানভাস হয়ে উঠছেন শিল্পী নিজেই। লুকা লুস হলেন এমনই এক ইতালিয়ান মেকআপ শিল্পী যিনি মেকআপকে অবিশ্বাস্য করে তুলতে পারেন। এই শিল্পীর মেকআপ আপনাকে তাজ্জব করে দিতে বাধ্য। ইনস্টাগ্রামে ২.৪ লক্ষ অনুসারী রয়েছে এই মেকআপ শিল্পীর এবং সেখানে প্রতিটি পোস্টেই এমন নানা তাক লাগানো মেকআপের নজির দেখতে পাবেন আপনি। 

আজব শিল্পী! সূর্যের আলো দিয়ে কাঠে ছবি আঁকেন তরুণ শিল্পী মাইকেল, দেখুন তাঁর কাজ

নিজের চোখেই দেখুন:

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Luca Luce (@lucaluceartgallery_makeup) on

 

লুকা লুস (Luca Luce) ২০১৪ সালে তাঁর অপটিক্যাল ইলিউশনের মেকআপ তৈরি করতে শুরু করেছিলেন। নিজের হাতকেই ক্যানভাসের মতো ব্যবহার করতে শুরু করেছিলেন তিনি। কোথাও হাতের মধ্যে গর্ত, কোথাও কেটে গিয়ে হাতেই সিঁড়ি তৈরি হয়ে যাওয়া- নানা ধরণের তাজ্জব মেকআপ করতেন লুকা। দেখে মনেই হবে না এগুলি বাস্তব নয়। 

পুরনো ব্যবহৃত নোংরা জুতো ৬০ হাজার টাকায় বেচছে এই বিখ্যাত বিদেশি ব্র্যান্ড!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Luca Luce (@lucaluceartgallery_makeup) on

 

অবশেষে, হাত থেকে উঠে আসেন মুখে। তিনি নিজের মুখেই নান ধরণের বিকৃত মেকআপ করা শুরু করেন। মাথার মধ্যে পৃথিবী, মাথার মধ্যে নানান ব্লক স্টাইল, সে এক বিস্ময়কর ক্যানভাস জুড়ে নানা ধরণের সাররিয়ালিস্টিক ছবির ভিড়।

তাঁর মেকআপের কিছু ছবি ও ভিডিও দেখে নিন:

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Luca Luce (@lucaluceartgallery_makeup) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Luca Luce (@lucaluceartgallery_makeup) on

 

Using his incredible contouring and shading skills, he transforms his face completely:

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Luca Luce (@lucaluceartgallery_makeup) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Luca Luce (@lucaluceartgallery_makeup) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Luca Luce (@lucaluceartgallery_makeup) on

 

অবিশ্বাস্যভাবে কন্ট্যুরিং এবং ছায়া বোঝার দক্ষতা ব্যবহার করে, তিনি সম্পূর্ণরূপে নিজের মুখ একেবারে বদলে ফেলেন। এই মেকআপ ও রূপান্তর শিল্পের অনুগামীদের সংখ্যা এখন নেহাত কম নয়। তাঁর এই মেকআপের জাদুর ভক্তের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। এই দুর্দান্ত সৃজনশীলতায় বিস্মিত সারা পৃথিবীর মানুষই।

লুকা লুস গুড মর্নিং আমেরিকাকে বলেন, “আমার বেশ মজা লাগে যখন দেখি আমার মেকআপের ছবি দর্শকদের বিভ্রান্ত করতে পারছে। এটা আমাকে আমার প্রচেষ্টার জন্য গর্বিত করে তোলে।"

Click for more trending news


.