This Article is From Jun 20, 2020

"এখনও নেমপ্লেট সরাসনি। তুই পারতিস সুশান্তকে আটকাতে": অঙ্কিতার উদ্দেশে বন্ধু সন্দীপ সিং

সেই পবিত্র রিস্তার সময় থেকে সম্পর্ক সুশান্ত সিং আর অঙ্কিতা লোখাণ্ডের। প্রায় ছ'বছর চলেছে সেই সম্পর্ক।

পুরনো এক ছবিতে সুশান্ত সিং রাজপুত, অঙ্কিতা লোখাণ্ডে। (সৌজন্য officialsandipssingh)

হাইলাইটস

  • "সে সব দিন মিস করি, একসঙ্গে মাংস-ভাত খাওয়া, লং ড্রাইভ, হোলি খেলা"
  • সুশান্ত সিংয়ের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখাণ্ডের উদ্দেশে খোলা চিঠি
  • এই চিঠি লেখেন অঙ্কিতা-সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ সিং
মুম্বই:

"একমাত্র তুই পারতিস ওকে বাঁচাতে"। অঙ্কিতা লোখাণ্ডেকে (Ankita Lokhande) এই বার্তা পাঠালেন সুশান্ত ঘনিষ্ঠ সন্দীপ সিং। মৃত্যুর প্রায় একসপ্তাহ পর সুশান্তের স্মৃতিতে একটা বেদনাভরা পোস্ট করেছেন এই পরিচালক। সেই পোস্টে সুশান্ত সিং (Sushant Singh Rajput) আর সন্দীপ সিং কতটা অঙ্কিতা নির্ভর ছিলেন, সেটাই তুলে ধরা হয়েছে। টিনসেল টাউনে গুঞ্জন, সেই পবিত্র রিস্তার সময় থেকে সম্পর্ক সুশান্ত সিং আর অঙ্কিতা লোখাণ্ডের। প্রায় ছ'বছর চলেছে সেই সম্পর্ক। আর সেই সময় থেকে অর্থাৎ ২০০৮ থেকেই এই দুই তারকার সঙ্গে সম্পর্ক সন্দীপ সিংয়ের। ইনস্টাগ্রামে এই পরিচালক লেখেন, "আমি জানি একমাত্র তুই পারতিস ওকে বাঁচাতে। যেরকম স্বপ্ন দেখতাম তুই ওকে বেশ বিয়ে করতিস। তুই ওর মা ছিলি, স্ত্রী ছিলি, বান্ধবী ছিলি, বেস্ট ফ্রেন্ড ছিলিস। তোকে আর হারাতে পারব না অঙ্কিতা। তাহলে আর নিজেকে ঠিক রাখতে পারবো না।"

তিনি আরও লেখেন, "তুই এখনও ফ্ল্যাটের নেমপ্লেট থেকে ওর নাম সরাসনি। আমরা হয়তো চেষ্টা করলে ওকে আটকে রাখতে পারতাম। সুশান্তের সঙ্গে যখন তোর বিচ্ছেদ হল, তখন তুই ওর জন্য প্রার্থনা করেছিস। শুভ কামনা করেছিস। তাই এখন রাতে চোখ বুজলেই একটা ভাবনা আমাকে তাড়া করে বেড়ায়। যদি, যদি আমরা একটু চেষ্টা করতাম...।"

সেই পোস্টে সুশান্ত সিং আর অঙ্কিতা লোখাণ্ডের ঘনিষ্ঠ এই পরিচালক আরও লিখেছেন, "আমি সেইসব দিনগুলো মিস করছি, যখন তিনজন একসঙ্গে থাকতাম। মাংস ভাত খেতাম। গোয়া-লোনাভালা লং ড্রাইভে যেতাম। আমি একটা জিনিস দেখেছিলাম, যতদিন তুই ওর জীবনে ছিলি, সুশান্তের মুখে একটা হাসি রেখেছিলি।"

Dear Ankita, with each passing day, one thought keeps haunting me over and over again. Kaash... I wish... We could have tried even harder, we could've stopped him, we could've begged him! Even when you both seperated, you only prayed for his happiness and success... Your love was pure. It was special. You still haven't removed his name from the nameplate of your house I miss those days, when the three of us stayed together in lokhandwala as a family, we shared so many moments which bring tears to my heart today...cooking together, eating together, ac ka paani girna, our special Mutton bhaat, our long drives to uttan, lonavala or Goa! Our crazy holi! Those laughs we shared, those sensitive low phases of life when we were there for each other, you more than anyone. The things you did to bring a smile on Sushant's face. Even today, I believe that only you two were made for each other. You both are true love. These thoughts, these memories are hurting my heart...how do I get them back! I want them back! I want 'us three' back! Remember the Malpua!? And how he asked for my mother's Mutton curry like a little kid! I know that only you could've saved him. I wish you both got married as we dreamt. You could've saved him if he just let you be there...You were his girlfriend, his wife, his mother, his best friend forever. I love you Ankita. I hope I never lose a friend like you. I won't be able to take it.

A post shared by Sandip Ssingh (@officialsandipssingh) on

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দিনেও একটা পোস্ট করেছিলেন সন্দীপ সিং। সেই পোস্টে তিনি লেখেন, "তুই আমাকে একা করে দিয়ে চলে গেলি।" দেখুন সেই পোস্ট:

RIP @sushantsinghrajput Bhai, why did you do this

A post shared by Sandip Ssingh (@officialsandipssingh) on

This was the time when I saw him the carefree fun happy lad sushu was . He dint worry about anything. He could leave the number 1 show on Indian television and we could for weeks do nothing and make plans in chai coffee and discuss learning film making plans - I remember him saying No to #Aurangzeb because He was offered the other brothers role and i remember he said how will I say no to Yash Raj but he was able to cause that mad girl in the middle of the picture would say you do what makes you happy we will do when you are sure about things and he would grin like in this picture. we were wishing him getting a film with @parineetichopra cause she was fantastic in #ishaqzaade and my narrating him the story of a show that became so huge to him getting #kaipoche and him telling me the story of how he signed PK like lost count types and then signing the film with #parineetichopra #shudhdesiromance and Ankita calling friends home. What remains are memories. I want to remember him as this grinning boy who was tension free cause tension Ankita ko dekh kar bhaag jaati thi #ankitalokhande you were the shock Absorber and wouldn't leave him till he has the smile on his face again. #sushantsinghrajput #ankitalokhande #charumehra #poojagor #rajsingharora #niveditabasu sorry some of us have half faces in this one but I just had to put it cause look at him grinning and all of us showing our teeth #balajikebachey #pavitrarishta this is #HaPeace

A post shared by Vikas Guppta (@lostboyjourney) on

সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ড্রাইভ। যদিও সেটি নেটফ্লিক্স রিলিজ। তার আগে বড় পর্দায় সোনচিড়িয়া আর ছিঁছোড়ে মুক্তি পেয়েছিল সুশান্ত সিং রাজপুতের। 

(আপনার পরিচিত কেউ মানসিক অবসাদগ্রস্ত হলে তাঁকে নিকটবর্তী মানসিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান)

হেল্পলাইনস: AASRA: 91-22-27546669 (24 hours) Sneha Foundation: 91-44-24640050 (24 hours) Vandrevala Foundation for Mental Health: 1860-2662-345 and 1800-2333-330 (24 hours) iCall: 022-25521111 (Available from Monday to Saturday: 8:00am to 10:00pm) Connecting NGO: 18002094353 (Available from 12 pm - 8 pm)

.