রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে এফআইআর করেছেন সুশান্ত সিং রাজপুতের বাবা।
নয়াদিল্লি:
১৫ কোটি আর্থিক নয়ছয়ের অভিযোগ এনেছেন সুশান্ত সিংয়ের বাবা। এই অভিযোগকে গুরুত্ব দিয়ে তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বিহার পুলিশের কাছে এফআইআর প্রতিলিপি চেয়ে পাঠিয়েছে তারা। প্রয়াত অভিনেতার বাবা কেকে সিংয়ের অভিযোগ, "আমার ছেলের অ্যাকাউন্টে ১৭ কোটি টাকা ছিল। সেই টাকা থেকে ১৫ কোটি টাকা বিশেষ অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। সেই অ্যাকাউন্টের মালিকের সঙ্গে আমার ছেলের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক ছিল না। তাহলে কীসের ভিত্তিতে এই ট্রান্সফার?"
সুশান্ত-কাণ্ডে উদ্যোগী ইডি, দেখুন ১০ তথ্য:
বিহার পুলিশের থেকে এফআইআর প্রতিলিপি চেয়ে পাঠিয়েছে ইডি
সেই এফআইআরে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই-সহ ছ'জনের নামে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে
১৫ কোটি টাকা আর্থিক নয়ছয়ের অভিযোগ তোলা হয়েছে সেই এফআইআরে
পিএমএলএ আইনে এই তদন্ত শুরু করতে উদ্যোগ নিয়েছে ইডি
সুশান্ত-কাণ্ডে সিবিআই তদন্ত নয়। বৃহস্পতিবার জানিয়েছে সুপ্রিম কোর্ট। দায়ের হওয়া জনস্বার্থ
মামলা খারিজ করে পুলিশকে কাজ করতে দেওয়ার পরামর্শ দিয়েছেন আদালত
অলকা প্রিয়ার দায়ের করা এই মামলায় প্রধান বিচারপতি বলেছেন, "আপনাদের কাছে কোনও তথ্য-প্রমাণ থাকলে বম্বে হাইকোর্টে যান"
এই কাণ্ডে সিবিআই নয়। বুধবার জানিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ
শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছেন কেকে সিং। রিয়ার আবেদন অগ্রাহ্য করুন। দাবি সুশান্ত সিংয়ের বাবার
১৪ জুন বান্দ্রার বহুতল থেকে উদ্ধার করা হয়েছে এই অভিনেতার ঝুলন্ত দেহ
এই ঘটনার তদন্তে এখনও পর্যন্ত ৪০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ
Post a comment