কাই পো চে ছবি দিয়ে বলিউডে অভিষেক সুশান্ত সিং রাজপুতের।
মুম্বই: রবার্ট ফ্রস্ট লিখেছিলেন মাইলস টু গো, বি ফোর আই স্লিপ.. আর ভূভারত বলছে, "হি হ্যাড মাইলস টু গো...।" হ্যাঁ, এভাবেই আসমুদ্র হিমাচল বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে (Condolence over Sushant singh's suicide) শোকপ্রকাশ করল। রবিবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ। তিনি টুইট করেছিলেন, সুশান্ত আর নেই। আমি বাকরুদ্ধ। সাইনা নেওয়াল (Saina Nehwal) লিখেছেন, "পর্দার ধোনিকে খুব মিস করবো।" অক্ষয় কুমার লেখেন, " খুব প্রতিভাবান ছিল। ছিছোঁড়ে ছবিতে ওর অভিনয় আমাকে মুগ্ধ করেছিল। ওর সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল।" শচিন তেণ্ডুলকর (Sachin Tendulkar tweeted) আবার সুশান্তের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আত্মার চিরশান্তি কামনা করেন। এভাবেই দেশের তাবড় ক্ষেত্রের প্রতিষ্ঠিতরা এই আকস্মিক খবরে শোকাহত, টুইট করে সেই অবস্থা প্রকাশ্যে এনেছেন। শাহরুখ খান লেখেন, "আমাকে খুব ভালোবাসত। অনুপ্রেরণা দেওয়ার মনে করতো। তাই আমার কাছে খবরটা অবিশ্বাস্য।"
সূত্রের খবর, তাঁর বান্দ্রার মাউন্ট ব্ল্যাঙ্ক আবাসনের পরিচারিকা পুলিশকে রবিবার দুপুর ১২টা নাগাদ ফোন করেন। তিনিই জানান দুঃসংবাদটা। মুম্বইয়ের ভাবা হাসপাতালে তাঁর ময়নাতদন্ত হবে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আত্মঘাতী হওয়ার আগে সকাল দশটা নাগাদ ফলের রস খেয়ে নিজের ঘরে ঢোকেন সুশান্ত। তারপর দীর্ঘক্ষণ তাঁর কোনও সাড়া না পেয়ে ১২টা নাগাদ দরজা ধাক্কান সেই পরিচারিকা। খবর দেওয়া হয় বন্ধুদের। তাঁরাও ফোন করে জবাব না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকেই দেখা যায় সুশান্তের ঝুলন্ত দেহ। পুলিশকে প্রাথমিক বয়ানে এ কথাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁর ঘর তল্লাশি করে ডিপ্রেশন রোধের ওষুধ ও প্রেসক্রিপশন পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, ছয় মাস আগে ভাড়ার এই ফ্ল্যাটে এসেছিলেন সুশান্ত। এই ফ্ল্যাটের ভাড়া ছিল প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা। সোমবার পাটনা থেকে মুম্বই আসবেন পরিবারের লোকেরা। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে পাটনায়। ওখানেই হবে শেষকৃত্য।
এভাবে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়া মাত্রই শোকবার্তায় ভরে ওঠে টুইটার। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ লেখেন, "আমার শহর পাটনার ছেলে। গতবার রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে দেখা হয়েছিল। বলেছিল রাজীব নগরে থাকে, ওর আরও দূর যাওয়ার ছিল। খুব তাড়াতাড়ি চলে গেল।" অপর এক মন্ত্রী হরদীপ সিং পুরী সুশান্ত সিং রাজপুতকে প্রতিভাবান অভিনেতা বলে টুইটে লেখেন, "এরকম এক তরতাজা, প্রতিষ্ঠিত তরুণের মৃত্যুতে সত্যি আমি শোকাহত।"
জানা গিয়েছে; ফিজিক্সে অলিম্পিয়াডজয়ী এই অভিনেতা শমক ডাভর ডান্সট্রুপ জয়েন করেছিলেন। সেখান থেকেই রুপোলি জগতের প্রতি আকর্ষণ বাড়ে। ২০০৮ সালে পবিত্র রিস্তা ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় যাত্রা শুরু। তারও আট বছর পর কাই পো চে ছবি দিয়ে বলিউডে অভিষেক। দিবাকর ব্যানার্জির ব্যোমকেশ বক্সি আর নীরজ পাণ্ডের এমএম ধোনি: দা আনটোল্ড স্টোরিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। শেষ ছবি ব্লকবাস্টার ছিছোঁড়ে। আত্মহত্যা নামক দানবের বিরুদ্ধে কুঠারাঘাত করতে এই ছবি। যেখানে ইতিবাচক ভূমিকায় দেখা গিয়েছিল সুশান্ত সিং রাজপুতকে। কিন্তু ছবিতে আত্মহত্যার বিরুদ্ধে প্রচার করা সুশান্ত, বাস্তব জীবনে এমন চরম পথে হাঁটবে! কিছুতেই ভাবতে পারছেন না তাঁর ঘনিষ্ঠরা।নেটফ্লিক্সের 'ড্রাইভ' তাঁঁর জীবনের শেষ ছবি। এ প্রসঙ্গে উল্লেখ্য, একসপ্তাহ আগেই সুশান্ত সিংয়ের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান আত্মহত্যা করেছিলেন। সেই খবরে সুশান্ত সিংয়ের টুইট ছিল: মন খারাপ করে দেওয়ার মতো টুইট। আর সপ্তাহ ঘুরতেই সেই এক কথা এখন সুশান্ত সিং ঘনিষ্ঠদের টুইটারে।
(আপনার পরিচিতির মধ্যে কেউ মানসিক অবসাদের শিকার হলে নিকটবর্তী মানসিক স্বাস্থ্যকেন্দ্র তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যান)
হেল্পলাইন নম্বর:
AASRA: 91-22-27546669 (24 hours)
Sneha Foundation: 91-44-24640050 (24 hours)
Vandrevala Foundation for Mental Health: 1860-2662-345 and 1800-2333-330 (24 hours)
iCall: 022-25521111 (Available from Monday to Saturday: 8:00am to 10:00pm)
Connecting NGO: 18002094353 (Available from 12 pm - 8 pm)
Call (555)123-4567