অনুষ্ঠানের একটা ছবি। (সৌজন্য: YouTube)
হাইলাইটস
- অভিনয় জীবন শুরু করার আগে শমক ডাভর ডান্সট্রুপে ছিলেন সুশান্ত সিং
- ২০০৬ মেলবোর্ন কমনওয়েলথ গেমসে ঐশ্বর্যের ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন তিনি
- রবিবার আত্মঘাতী হয়েছেন এই বলিউড তারকা
মুম্বই: ছোট পর্দায় কাজ শুরুর আগে শমক ডাভর ডান্সট্রুপের সদস্য ছিলেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh)। সেই ডান্সট্রুপের হয়ে মেলবোর্নে গিয়েছিলেন। নেচেছিলেন ঐশ্বর্য রাই বচ্চনের ব্যাকগ্রাউন্ড ডান্সার (Background dancer of Aisharya Rai) হিসেবে। উপলক্ষ্য ছিল ২০০৬ মেলবোর্ন কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) সমাপ্তি অনুষ্ঠান। আর যেহেতু ২০১০ সালে দিল্লিতে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল। তাই ভারতের দূত হিসেবে অতিথি-অভ্যাগত আর ক্রীড়াবিদদের দিল্লি আসার আমন্ত্রণ জানিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সেই মঞ্চে প্রাক্তন এই বিশ্বসুন্দরীর পিছনে নাচতে দেখা গিয়েছে সুশান্তকে। ইতিমধ্যে, একটি পৃথক ইনস্টাগ্রাম পোস্টে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকবার্তা লেখেন ঐশ্বর্য রাই বচ্চন।
ঐশ্বর্য রাই বচ্চনের পোস্টের স্ক্রিনশট।
হিন্দুস্তান টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে সুশান্ত সিং রাজপুত বলেছিলেন, 'ধুম এগেইন' গানেও ঐশ্বর্য রাই বচ্চনের ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন সুশান্ত। তিনি বলেছিলেন, আমার কাছে নির্দেশ ছিল ঐশ্বর্যকে তুলতে হবে। যখনই সেই মুহূর্ত এল আমি ওকে তুলে ধরে রাখলাম। নামালাম না। প্রায় একমিনিট ওকে তুলে ধরেছিলাম। বেশ বিস্ময় প্রকাশ করেছিল ঐশ্বর্য। ঝলক দিখ লা জা ও যারা নাচকে দিখার মতো রিয়্যালিটি শোয়ে প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছে সুশান্তকে।
(আপনার পরিচিত কেউ মানসিক অবসাদগ্রস্ত হলে তাঁকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান)
হেল্পলাইন: AASRA: 91-22-27546669 (24 hours) Sneha Foundation: 91-44-24640050 (24 hours) Vandrevala Foundation for Mental Health: 1860-2662-345 and 1800-2333-330 (24 hours) iCall: 022-25521111 (Available from Monday to Saturday: 8:00am to 10:00pm) Connecting NGO: 18002094353 (Available from 12 pm - 8 pm)