This Article is From Feb 22, 2019

ক্রিকেট ভারতীয় খেলা নয়, তার বদলে কবাডির প্রচার হওয়া উচিত, বললেন বিজেপি নেতা

তিনি বলেন, ছাত্রছাত্রী ও যুবরা কবাডি খেলতে পারে কোনও বিনিয়োগ ছাড়াই। ক্রিকেট খেলতে যেমন টাকার দরকার হয়, কবাডি খেলায় তো সেই সমস্যাও নেই!

ক্রিকেট ভারতীয় খেলা নয়, তার বদলে কবাডির প্রচার হওয়া উচিত, বললেন বিজেপি নেতা

ছাত্রছাত্রীদের কবাডি খেলার ব্যাপারে উৎসাহ দেন সুশীল মোদী।

পাটনা:

কোনটা ‘ভারতীয় সংস্কৃতির অংশ' এবং কোনটা ‘ভারতীয় সংস্কৃতির পরিপন্থী', তা নিয়ে বহু বিজেপি নেতা এর আগে রীতিমত ‘তাকলাগানো' বহু ‘তথ্য' পেশ করেছেন। মন্তব্য করেছেন। সেই তালিকায় এবার নতুন সংযোজন বর্ষীয়ান বিজেপি নেতা তথা বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল যাদব। শুক্রবার তিনি বলেন, ক্রিকেট ভারতীয় খেলাই নয়। তার বদলে কবাডি এবং ফুটবলের মতো খেলার প্রচার বেশি করে হওয়া উচিত। ৬৪-তম জাতীয় স্কুল কবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করতে এসে তিনি বলেন, “ক্রিকেট তো ভারতীয় খেলাই নয়। ইংল্যান্ড থেকে এই খেলাটা এসেছে। যে দেশগুলো ক্রিকেট খেলে, লক্ষ করে দেখবেন, তারা প্রায় প্রত্যেকেই কোনও না কোনও সময় ব্রিটিশদের উপনিবেশ ছিল। আমাদের ভারতীয়দের তাই উচিত ফুটবল এবং কবাডির প্রচার আরও বেশি করে করা”।

সন্ত্রাসকে অর্থ সাহায্য করার প্রশ্নে পাকিস্তানকে গ্রে লিস্টে রাখল এফএটিএফ

পড়ুয়াদের আরও বেশি করে কবাডি খেলার পরামর্শ দিয়ে তিনি বলেন, ছাত্রছাত্রী ও যুবরা কবাডি খেলতে পারে কোনও বিনিয়োগ ছাড়াই। ক্রিকেট খেলতে যেমন টাকার দরকার হয়, কবাডি খেলায় তো সেই সমস্যাও নেই!



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.