This Article is From Sep 29, 2018

রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় পাকিস্তানকে তীব্র আক্রমণ সুষমার

রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় দাঁড়িয়ে পাকিস্তানকে তীব্র আক্রমণ করলেন বিদেশমন্ত্রী  সুষমা স্বরাজ।

তিনি  জানান হইফ সইদের মতো মানুষ প্রকাশ্যে ঘেরা ফেরা  করে তাঁদের সঙ্গে আলোচনা করা যায় না।     

হাইলাইটস

  • পাকিস্তানকে তীব্র আক্রমণ করলেন বিদেশ মন্ত্রী
  • তিনি জানান পাকিস্তানে হইফ সইদের মতো মানুষ প্রকাশ্যে ঘেরা ফেরা করে
  • সুষমা বলেন পাকিস্তান সন্ত্রাসের আঁতুড়ঘর
নিউ ইয়র্ক:

রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় দাঁড়িয়ে পাকিস্তানকে তীব্র আক্রমণ করলেন বিদেশমন্ত্রী  সুষমা স্বরাজ। হিন্দিতে দেওয়া ভাষণে  সুষমা বলেন পাকিস্তান সন্ত্রাসের আঁতুড়ঘর। একই সঙ্গে পাকিস্তানের তোলা অভিযোগও অস্বীকার করেন সুষমা। সেদেশের অভিযোগ ভারত আলোচনায় বসছে না।

কিন্তু সুষমা বলেন ভারত আলোচনা চায়। কিন্ত পাকিস্তানের আচরণই  আলোচনার  পরিপন্থী বলে তিনি জানান। একই সঙ্গে তিনি  জানান হইফ সইদের মতো মানুষ প্রকাশ্যে ঘেরা ফেরা  করে তাঁদের সঙ্গে আলোচনা করা যায় না। নিজের  বক্তব্যের সমর্থনে যুক্তি দিতে গিয়ে সুষমা বলেন, প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ায় সময় নরেন্দ্র মোদী সার্কের মধ্যে থাকা সমস্ত দেশের রাষ্ট্র প্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন। একইভাবে ইমরান খান ক্ষমতায় আসার পরও বার্তা দিতে চেয়েছে ভারত। ইমরানের অনুরোধ মেনে আলোচনায় বসতেও রাজি হয় দিল্লি। কিন্তু বৈঠক নিয়ে কথা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সন্ত্রাস করে পাকিস্তান। এই মঞ্চ থেকে আমেরিকা এবং ভারতের মধ্যে তুলনা টানেন।  আমেরিকায় এই শতকের গোড়ায় হানা দিয়েছিল সন্ত্রাস। 2001 সালে সেপ্টেম্বর মাসের 11 তারিখ হামলা হয়। সেই ঘটনার মাস্টার মাইন্ড ওসামা বিন লাদেন। তার খোঁজ পেতে গোটা দুনিয়া জুড়ে তল্লাশি চালায় আমেরিকা। কিন্তু তাঁকে  আশ্রয় দিয়েছিল পাকিস্তান।  সে খবর জানতে পারে আমেরিকা। কিন্তু মানতে রাজি হয়নি পাকিস্তান।

      

.