This Article is From Aug 07, 2019

রাষ্ট্রীয় মর্যাদায় সুষমা স্বরাজের শেষকৃত্য, উপস্থিত প্রধানমন্ত্রীসহ শীর্ষনেতারা

Sushma Swaraj Death: সুষমা প্রয়াণে লৌহপুরুষেরও চোখে জল, শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন আদবানি, কেঁদে ফেলেন এল কে আদবানির মেয়েও।

রাষ্ট্রীয় মর্যাদায় সুষমা স্বরাজের শেষকৃত্য, উপস্থিত প্রধানমন্ত্রীসহ শীর্ষনেতারা

Sushma Swaraj Death: সুষমা স্বরাজের প্রয়াণে ভেঙে পড়লেন এল কে আদবানি

নয়া দিল্লি:

সুষমা স্বরাজের প্রয়াণের (Sushma Swaraj Death) পর তাঁর বাসভবনে শেষশ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি (L K Advani On Sushma Swaraj)। জনপ্রিয় এই নেত্রীর (Sushma Swaraj) সম্বন্ধে স্মৃতিচারণও করতে শোনা যায় বিজেপির লৌহপুরুষকে। শুধু আদবানি নন, সুষমার বাসভবনে তাঁর সঙ্গে যাওয়া মেয়ে প্রতিভাও নিজের শোক সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি। ৯১ বছরের আদবানি স্মৃতিচারণ (Sushma Swaraj Death News)  করে বলেন যে তাঁর এমন একটি জন্মদিনও যায়নি যখন সুষমা স্বরাজ তাঁর জন্যে চকলেট কেক আনেননি।

বিজেপির অত্যন্ত জনপ্রিয় নেত্রী ছিলেন সুষমা স্বরাজ। নিজের হাতে ধরে তরুণী অবস্থায় সুষমা স্বরাজকে গেরুয়া রাজনীতিতে নিয়ে আসেন বিজেপির বিচক্ষণ নেতা এল কে আদবানি। বিজেপিতে যোগদানের পর থেকেই ধীরে ধীরে নিজের গুণে ও বুদ্ধিমত্তায় দলের এক অপরিহার্য নেত্রী হয়ে ওঠেন সুষমা স্বরাজ।

tvfro7f

সুষমা স্বরাজকে অন্তিম শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আদবানি

"বছরের পর বছর ধরে, নিজেকে আমাদের দলের অন্যতম জনপ্রিয় ও বিশিষ্ট নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন - বাস্তবে মহিলা নেত্রীদের জন্য তিনি একজন আদর্শ মডেল। একজন অসাধারণ বক্তা ছিলেন তিনি, আমি প্রায়শই সেই ঘটনাগুলি স্মরণ করতে পারি। যেভাবে নিজের বক্তব্যে দক্ষতার সঙ্গে বিভিন্ন বিষয় উপস্থাপন করতেন তিনি তাতে আমি অনেক সময়েই অবাক হয়েছি তাঁর স্পষ্টবাদীতার জন্যে "বলেন প্রাক্তন উপ প্রধানমন্ত্রী।

সুষমা স্বরাজ, দলের ঊর্দ্ধে সবচেয়ে সম্মানীয়, ভালবাসার

সুষমা স্বরাজকে (L K Advani On Sushma Swaraj) একজন ভাল মানুষ হিসাবেও উল্লেখ করেন আদবানি। তিনি যেভাবে তাঁর উষ্ণ ব্যবহার এবং মমতাময়ী আচরণের মাধ্যমে কথা বলতেন তা প্রত্য়েককে স্পর্শ করত বলেই জানান বিজেপির লৌহপুরুষ।আদবানি লেখেন, "আমার জন্মদিনে একবারও আমার প্রিয় চকোলেট কেক আমার কাছে আনতে ভুলে গেছেন তিনি, এমন এক বছরও মনে করতে পারি না।"

"আমার কাছে এটা (Sushma Swaraj  Dies) একটা অপূরণীয় ক্ষতি এবং আমি সুষমা জির অনুপস্থিতি উপলব্ধি করতে পারব। তাঁর আত্মা শান্তিতে থাকুক," এমনটাও বলতে শোনা যায় শোকার্ত আদবানিকে।

“আমার জীবদ্দশায় এই দিনটি দেখার অপেক্ষায় ছিলাম”, সুষমা স্বরাজের শেষ ট্যুইট

মঙ্গলবার সন্ধে নাগাদ হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন সুষমা স্বরাজ। তাঁকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান (Sushma Swaraj Death) তিনি।

গত এক বছরে, সুষমা স্বরাজ (Sushma Swaraj News) ধীরে ধীরে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড কমিয়ে এনেছিলেন। শারীরিক অসুস্থতার কারণেই গত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা  না করারও সিদ্ধান্ত নেন বিজেপির অন্যতম জনপ্রিয় ওই নেত্রী।


 

.