This Article is From Aug 07, 2019

Live Updates: বিজেপির সদর দফতরে সুষমা স্বরাজকে শেষ শ্রদ্ধা জানালেন নেতারা

Sushma Swaraj Dies: সুষমা স্বরাজকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, “ভারতীয় রাজনীতির গৌরবময় অধ্যায়ের সমাপ্তি”

Live Updates: বিজেপির সদর দফতরে সুষমা স্বরাজকে শেষ শ্রদ্ধা জানালেন নেতারা

১২টা থেকে ৩টে পর্যন্ত বিজেপির সদর দফতরে রাখা হবে সুষমা স্বরাজের দেহ

নয়াদিল্লি:

দিল্লির এইএমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৭ বছর বয়সে প্রয়াত হন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।  আশঙ্কাজনক হওয়ায়, তাঁকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সম্প্রতি তাঁর শারিরীক অবস্থা ভাল যাচ্ছিল না, সেই কারণে. এবার লোকসভা ভোটে দাঁড়াননি তিনি। এদিন সন্ধ্যায় জম্মু কাশ্মীর নিয়ে সরকারের সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেন সুষমা স্বরাজ। ট্যুইটে তিনি লেখেন, “ধন্যবাদ প্রধানমন্ত্রী। আপনাকে অনেক ধন্যবাদ। আমার সারাজীবনে আমি এটা দেখার অপেক্ষায় ছিলাম”। বিদেশমন্ত্রী থাকাকালীন, ট্যুইটারে অনেক মেসেজের উত্তর দিয়েছেন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার রাত ৯.৫০ নাগাদ তাঁকে নয়াদিল্লির এইএমস হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইট করে তিনি লেখেন, অবিস্মরণীয় নেত্রীর প্রয়াণে ভারত শোকাহত। মঙ্গলবার রাতে নয়াদিল্লির এইএমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন প্রাক্তন বিদেশমন্ত্রী। প্রাক্তন বিদেশমন্ত্রীকে স্মরণ করে প্রধানমন্ত্রী মোদি ট্যুইট করেন, “ভারতীয় রাজনীতির একটি গৌরবময় অধ্যায়ের সমাপ্তি"। ট্যুইটে প্রধানমন্ত্রী মোদি লেখেন, “ভারত দুঃখিত এক অবস্মরণীয় নেত্রীর প্রয়াণে, যিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন মানুষের কাজে, এবং গরীব মানুষের জনজীবনকে আরও উন্নত করতে। সুষমা স্বরাজজী এমন এক ধরণের মানুষ ছিলেন, যিনি কোটি কোটি মানুষের কাছে ছিলেন, অনুপ্রেরণা”।

সুষমা স্বরাজের শেষকৃত্যের লাইভ আপডেট এখানে: 

Aug 07, 2019 18:09 (IST)
''তাঁর মৃত্যু ব্যক্তিগত ক্ষতি'': সুষমা স্বরাজের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে জানালেন দেবেন্দ্র ফড়নবিশ

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বুধবার সংবাদ সংস্থা পিটিআই-কে জানালেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যু তাঁর কাছে ''ব্যক্তিগত ক্ষতি''। 
একটি ভিডিও বার্তায় তিনি সুষমা স্বরাজকে বর্ণনা করেন ''সুসংস্কৃতবান এবং অত্যন্ত প্রতিভাময়ী'' বলে। 
Aug 07, 2019 16:49 (IST)

প্রধানমন্ত্রী ও অন্য শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে সুষমা স্বরাজের শেষকৃত্যু সম্পন্ন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়

মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। তাঁর বয়স হয়েছিল ৬৭। এদিন বিকেলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হল।
Aug 07, 2019 16:44 (IST)
সুষমা স্বরাজ মানুষকে ভারতীয় কূটনীতির অন্তঃস্থলে স্থান দিয়েছিলেন: বিদেশ মন্ত্রকের শ্রদ্ধার্ঘ্য সুষমা স্বরাজকে

বিদেশ মন্ত্রকের তরফে সুষমা স্বরাজের মৃত্যুতে শোকপ্রকাশ করে সংবাদ সংস্থা আইএএনএস-কে জানানো হল, তিনি ''মানুষকে ভারতীয় কূটনীতির অন্তঃস্থলে স্থান'' দেওয়ার উত্তরাধিকারী করে গিয়েছেন মন্ত্রককে।

MEA মুখপাত্র রবীশ কুমার টুইট করে জানান, ''#TeamMEA শোকপ্রকাশ করছে প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণে। তিনি মন্ত্রকের ভিতরে ও বাইরে বিপুল সম্মান পেতেন তাঁর করুণাময় ও স্নেহময় ব্যক্তিত্বের জন্য। তিনি মানুষকে ভারতীয় কূটনীতির অন্তঃস্থলে স্থান দেওয়ার উত্তরাধিকার দিয়ে গেলেন।''

Aug 07, 2019 16:31 (IST)
শুরু হল গান স্যালুট

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের সূচনায় গান স্যালুটে বিদায় জানানো হচ্ছে প্রয়াত নেত্রী সুষমা স্বরাজকে
Aug 07, 2019 16:19 (IST)
শোকাচ্ছন্ন দেশ শেষ বিদায় জানাচ্ছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজকে, যিনি গত সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। সকাল থেকে হাজার হাজার মানুষ তাঁর বাড়িতে উপস্থিত হন শেষবার তাঁকে শ্রদ্ধা জানাতে। পরে বিজেপি অফিসেও বিপুল জনসমাগম হয় প্রয়াত নেত্রীকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড়ে। মোদি সরকারের প্রথম পর্যায়ে তিনিই ছিলেন বিদেশমন্ত্রী। 

Aug 07, 2019 16:18 (IST)
প্রয়াত নেত্রীকে শ্রদ্ধা প্রদর্শন প্রধানমন্ত্রী নরেন্দ্র বাজপেয়ীর।

Aug 07, 2019 16:17 (IST)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন সকালে প্রয়াত সুষমা স্বরাজকে শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রাক্তন বিদেশমন্ত্রী ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। তাঁর বয়স হয়েছিল ৬৭।

Aug 07, 2019 16:15 (IST)
শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বুধবার শোকপ্রকাশ করে জানান, প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণে ''অপূরণীয় ক্ষতি'' হয়েছে তাঁদের পরিবারের। একদা শিবসেনার প্রতিষ্ঠাতা প্রয়াত বাল ঠাকরে এনডিএ সরকারের প্রধানমন্ত্রিত্বের মুখ হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন। 

Aug 07, 2019 15:58 (IST)

লোধি মহাশ্মশানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রী তেসরিং তোবগে লোধি মহাশ্মশানে উপস্থিত: সংবাদসংস্থা এএনআই।


Aug 07, 2019 15:57 (IST)

কিছুক্ষণের মধ্যেই সুষমা স্বরাজের শেষকৃত্য

 কিছুক্ষণের মধ্যেই সুষমা স্বরাজের শেষকৃত্য। মহাশ্মশানে উপস্থিত হয়েছেন রাজনৈতিক নেতারা।

Aug 07, 2019 15:55 (IST)

লোধি মহাশ্মশানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী অমিত শাহ, ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রী তেসরিং তোবগে লোধি মহাশ্মশানে উপস্থিত: সংবাদসংস্থা এএনআই

Aug 07, 2019 15:22 (IST)
মেয়ে বাঁশরী স্বরাজ ও স্বামী স্বরাজ কৌশল শেষ সেলাম জ্ঞাপন করছেন
Aug 07, 2019 15:20 (IST)
সুষমা স্বরাজের শেষ যাত্ৰার সঙ্গী হলেন রাজনাথ সিংহ, জেপি নন্দা, রবি শঙ্কর প্রসাদ, পীযূস গোয়েল ও অন্যান্য বিজেপি নেতারা।
Aug 07, 2019 14:32 (IST)
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শেষ শ্রদ্ধাঞ্জলি জানালেন প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজকে।
Aug 07, 2019 13:40 (IST)
সুষমা স্বরাজের পার্থিব শরীর নিয়ে যাওয়া হয় বিজেপির কার্যালয়ে
Aug 07, 2019 12:43 (IST)
সুষমা স্বরাজের পার্থিব শরীর এবার তার বাসভবন থেকে বিজেপির কার্যালয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে
Aug 07, 2019 12:05 (IST)
বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী প্রাক্তন বিদেশ মন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা অর্পণ করেন। সুষমা স্বরাজের মেয়ের সাথে কথা বলতে গিয়ে লালকৃষ্ণ আডবাণীর মেয়ে প্রতিভা আর নিজেকে সামলে রাখতে পারেননি।
Aug 07, 2019 10:47 (IST)
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছেছেন তাঁর বাসভবনে
Aug 07, 2019 10:38 (IST)
প্রাক্তন প্রধামমন্ত্রী মনমোহন সিংহ ও কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিংহও শেষ শ্রদ্ধা জানিয়েছেন।  
Aug 07, 2019 10:36 (IST)
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়াদুরাপ্পা এবং পূর্ব দিল্লির সাংসদ গৌতম গম্ভীর।  
Aug 07, 2019 10:02 (IST)
প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে শেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গিয়ে দাঁড়ালেন তাঁর পরিবারের পাশে।
Aug 07, 2019 10:00 (IST)
সুষমা স্বরাজকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন উপরাষ্ট্রপতি ভেঙ্কয়া নায়ডু।
Aug 07, 2019 09:58 (IST)
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন সুষমা স্বরাজকে
Aug 07, 2019 09:54 (IST)
সুষমা স্বরাজকে তাঁর বাড়িতে শেষ শ্রদ্ধা অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Aug 07, 2019 09:23 (IST)
প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের পার্থিব দেহ বুধবার তিন ঘন্টার জন্য বিজেপির প্রধান কার্যালয়ে রাখা হবে , সেখানে দলের কর্মীরা তাঁকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন।  
Aug 07, 2019 09:20 (IST)
আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা সুষমা স্বরাজের প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছি, তাঁকে 'অসাধারণ' নেত্রীর আখ্যা দেয়। 
Aug 07, 2019 09:19 (IST)
NEWS FLASH: প্রয়াত সুষমা স্বরাজের উদ্দেশে ২ দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে রাজধানী দিল্লিতে 
Aug 07, 2019 09:17 (IST)
সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সকাল ৯:৩০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  সুষমা স্বরাজকে শেষ শ্রদ্ধা অর্পণ করতে যাবেন।   
Aug 07, 2019 08:28 (IST)

মঙ্গলবার রাতে সুষমা স্বরাজের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। বিদেশমন্ত্রী থাকাকালীন কাজের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। দিল্লির এইএমএসে মঙ্গলবার রাতে মৃত্যু হয় প্রাক্তন বিদেশমন্ত্রীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। ২০১৬ তে কিডনি প্রতিস্থাপন করা হয় তাঁর। মে মাসে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি দ্বিতীয়বার শপথ নেওয়ার সময়, তিনি মন্ত্রী হবেন বলে জল্পনা ছড়ায়। যদিও তিনি দর্শকাসনে বসায় জল্পনার অবসান হয়।

Aug 07, 2019 08:14 (IST)

দেশের কাজের জন্য সুষমা স্বরাজ স্মরণীয় হয়ে থাকবেন, ট্যুইট কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের


Aug 07, 2019 07:52 (IST)

Sushma Swaraj Dies:"পুরোপুরি মর্মাহত" ট্যুইট মনীশ তিওয়ারির


Aug 07, 2019 07:48 (IST)
Aug 07, 2019 07:47 (IST)

Sushma Swaraj Dead: "আকর্ষণীয় মর্যাদা, জনজীবনে সাহসী এবং অখণ্ড জীবন", ট্যুইট রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের

"শ্রীমতি সুষমা স্বরাজের প্রয়াণের খবরে প্রচণ্ড মর্মাহত। দেশ হারাল একজন আকর্ষণীয় মর্যাদা, জনজীবনে সাহসী এবং অখণ্ড জীবনকে।অন্যকে সাহায্য করার সদিচ্ছা, ভারতবাসীর জন্য কাজের কারণে, তিনি স্মরণীয় হয়ে থাকবেন", ট্যুইট রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের।


Aug 07, 2019 07:46 (IST)
Aug 07, 2019 07:45 (IST)
Aug 07, 2019 07:45 (IST)

Sushma Swaraj Death:"তাঁর অগ্রণী কাজ দৃষ্টান্তমূলকভাবে মডেল সরকারের কাজ হিসেবে গণ্য হবে", ট্যুইট চন্দ্রবাবু নাইডুর


Aug 07, 2019 07:42 (IST)

Sushma Swaraj Death:"সুবক্তা ছিলেন সুষমা স্বরাজ", ট্যুইট প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী বলেন, "সুষমা স্বরাজ ছিলেন একজন সুবক্তা এবং অসাধারণ সাংসদ। তিনি বলেন, " তিনি দলের মধ্যে অত্যন্ত প্রশংসা এবং সম্মান পেয়েছেন। যখনই আদর্শ এবং বিজেপির স্বার্থের প্রসঙ্গ আসত, তিনি আপোষ করতেন না, দলের বৃদ্ধিতে তাঁর অনেক অবদান রয়েছে"।
.