Read in English
This Article is From May 25, 2018

টরেন্টোতে বিস্ফোরণের পর ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন সুষমা স্বরাজ

ভারতীয় রেস্তোরাঁয় বিস্ফোরণের ফলে 15 জনের আহত হওয়ার ঘটনা কানে আসার পর থেকেই তিনি কানাডার ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।

Advertisement
ওয়ার্ল্ড Translated By

দুজন সন্দেহভাজন পুরুষের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ

নিউ দিল্লি: বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ শুক্রবার জানিয়েছেন কানাডায় এক ভারতীয় রেস্তোরাঁয় বিস্ফোরণের ফলে 15 জনের আহত হওয়ার ঘটনা কানে আসার পর থেকেই তিনি কানাডার ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।

"টরেন্টোতে আমাদের কনসাল জেনারেল এবং কানাডার ভারতীয় হাই কমিশনের সঙ্গে আমি প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছি। সর্বক্ষণ কাজ করে যাওয়াই আমাদের লক্ষ্য"। আজ টুইট করে এই কথা বলেন তিনি।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কানাডার অন্টারিওর মিসিসুয়াগার বম্বে ভেল রেস্তোরাঁতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ফলে 15 জন গুরুতর জখম হন।

দুজন সন্দেহভাজন পুরুষের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ, যারা ওই রেস্তোরাঁতে এসে বিস্ফোরণটি ঘটিয়েছিল। এবং,  বিস্ফোরণের পরেই ঘটনাস্থল থেকে চম্পট দেয়। 

Advertisement
এই রেস্তোরাঁটি হুরোন্তারিও স্ট্রিট এবং এগলিংটন অ্যাভিনিউ ইস্টে অবস্থিত।  বিস্ফোরণটি ঘটে রাত 10:30 নাগাদ।

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement
Advertisement