This Article is From Sep 30, 2018

"আগামীকাল কিন্তু খুব দেরি হয়ে যেতে পারে", রাষ্ট্রপুঞ্জের সংস্কার নিয়ে বললেন সুষমা

রাষ্ট্রপুঞ্জে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে সরব হন সুষমা। তিনি বলেন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের আমূল বদল ঘটানো আশু প্রয়োজন।

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানকে একহাত নিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানকে একহাত নিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে বলেন, পাকিস্তান কেবল মুখের বলে যায় শান্তির কথা। কার্যক্ষেত্রে অশান্তি দমন করার বিষয়ে তাদের ভূমিকার বিন্দুমাত্র কোনও পরিবর্তন হয়নি। তা এখনও রয়ে গিয়েছে সেই একই জায়গায়। এছাড়া, রাষ্ট্রপুঞ্জে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও ওই মঞ্চ থেকেই সরব হন সুষমা। তিনি বলেন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের আমূল বদল ঘটানো আশু প্রয়োজন। নইলে ক্রমশ বদলাতে থাকে নতুন এই পৃথিবীকে বুঝতে সমস্যায় পড়তে হবে রাষ্ট্রপুঞ্জকেই। সংস্কার নিয়ে রাষ্ট্রপুঞ্জের দীর্ঘসূত্রি মনোভাবের উদ্দেশে তোপ দেগে সুষমা বলেন, যত শীঘ্র সম্ভব কাজটি করতে হবে। আজ হলে আজই। কে বলতে পারে, আগামীকাল খুব দেরি হয়ে যাবে না?

তিনি আরও বলেন, রাষ্ট্রপুঞ্জের একটি পারিবারিক কাঠামোর মধ্যে দিয়ে এগোনো উচিত। সকলে মিলে একসঙ্গে কাজ করা এবং সমস্ত সদস্য দেশের দৃষ্টিকোণকেও প্রাধান্য দেওয়া উচিত। রাষ্ট্রপুঞ্জের মতো বিশাল একটি মঞ্চে ‘আমি’ শব্দটার চেয়েও ‘আমরা’র গুরুত্ব অনেক বেশি। একটি পরিবার লোভ, হিংসা, ঈর্ষার মাধ্যমে চলতে পারে না। তার গঠন করার জন্য দরকার ভালোবাসা, সহানুভূতি এবং একে অপরের প্রতি বিশ্বাস। এই কথাগুলি রাষ্ট্রপুঞ্জের মাথায় রাখা উচিত।

.