Read in English
This Article is From Jun 23, 2020

আমার দর্শক আমাকে নেপোটিজমের হাত থেকে বাঁচিয়েছে: সুস্মিতা সেন

এই সব বিষয়ে অনুরাগীদের সঙ্গে আলোচনার জন্য ইনস্টাগ্রামে #আস্ক আরিয়া প্রশ্নোত্তর পর্বের আসর শুরু করেছেন সুস্মিতা সেন

Advertisement
বিনোদন Edited by

এই ছবি শেয়ার করেছেন সুস্মিতা সেন। (ছবি সৌজন্য: sushmitasen47 )

Highlights

  • কীভাবে আপনি নেপোটিজমের হাত থেকে বাঁচলেন? প্রশ্ন এক নেটিজেনের
  • যতদিন আপনারা চাইবেন, ততদিন কাজ করব: সুস্মিতা সেন
  • প্রায় পাঁচ বছর পর অভিনয় করতে দেখা যাবে সুস্মিতা সেনকে
মুম্বই :

যতদিন আপনারা আমার অভিনয় দেখতে চান, ঠিক ততদিন...। নেপোটিজম নিয়ে প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন সুস্মিতা সেন (Sushmita Sen on Nepotism)। রুপোলি জগত থেকে প্রায় পাঁচ বছরের বিরতি। ফের হটস্টার+ডিজনির ওয়েব ছবি আরিয়ায় (Hotstar original Arya) অভিনয় করেছেন এই প্রাক্তন বিশ্বসুন্দরী। মাঝের সময়ে ফিটনেস, ব্যবসা ও ব্যক্তিগত সম্পর্ক, এসব নিয়েই মেতেছিলেন সুস্মিতা সেন। সেই ধাপ পেরিয়ে এখন তিনি চিত্রনাট্য শুনতে প্রস্তুত, সম্প্রতি এমন বার্তা পরিচালক-প্রযোজকের কাছে দিয়েছেন তিনি। এই সব বিষয়ে অনুরাগীদের সঙ্গে আলোচনার জন্য ইনস্টাগ্রামে #আস্ক আরিয়া প্রশ্নোত্তর পর্বের আসর শুরু করেছেন সুস্মিতা সেন (Instagram Q-A season)। সেই আসরেই এক নেটিজেন তাঁকে প্রশ্ন করেন, "বলিউডের নেপোটিজম থেকে নিজে বাঁচলেন কীভাবে?" জবাবে সুস্মিতা সেন বলেছেন, "আমার দর্শক, আপনাদের দিকে ফোকাস করে। আপনারা যতদিন আমাকে অভিনেতা হিসেবে দেখতে চান, ততদিন কাজ করবো।" বলিউডে গুঞ্জন, ফের কাজ শুরু করেছেন সুস্মিতা। তাই এতটা মাপা জবাব দিলেন তিনি।

পড়ুন সেই টুইট: 

১৯৯৪ সালে মিস ইউনিভার্স সুস্মিতা সেন, দু'বছর বাদে দস্তক ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিনি। এরপর ম্যায় হু না, বাস্তুশাস্ত্র, তুমকো নি ভুল পায়েঙের মতো ছবিতে অভিনয় করেন তিনি। ২০১৫ সালে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নির্বাক ছবিতে শেষবার অভিনয় করতে দেখা গিয়েছে সুশকে। সম্প্রতি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে আরিয়া। চন্দ্রচূড় সিং, মনোজ বাজপেয়ী ও সিকান্দার খের আছেন এই ছবির অন্য চরিত্রাভিনেতা। 

Advertisement



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement