Read in English
This Article is From Feb 23, 2020

স্বামী বিবেকানন্দর মূর্তি ভাঙা হল মুর্শিদাবাদে, তদন্তে পুলিশ

সকালে মূর্তিটি ভাঙা অবস্থায় রয়েছে দেখার পর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

এই নিয়ে গত দেড় বছরে দ্বিতীয়বার আক্রান্ত হল মূর্তিটি।

Highlights

  • মুর্শিদাবাদে শিশুদের এক স্কুলের সামনের রাস্তায় অবস্থিত
  • পুলিশ তদন্ত শুরু করেছে
  • এখনও কাউকে গ্রেফতার করা হয়নি
কলকাতা:

মুর্শিদাবাদে (Murshidabad) শিশুদের এক স্কুলের সামনে অবস্থিত স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। মুর্শিদাবাদ জেলার বারওয়ান থানার অন্তর্গত এক শিশু স্কুলের সামনে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন পুলিশ সুপারিটেন্ডেন্ট অজিত সিংহ যাদব। ‘মা সারদা ননীদেবী শিশু শিক্ষা কেন্দ্র'-র সামনে অবস্থিত ছিল মূর্তিটি। সকালে সেটি ভাঙা অবস্থায় রয়েছে দেখার পর স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

অজিত সিংহ যাদব জানাচ্ছেন, ‘‘মূর্তিটি স্কুলের সামনের রাস্তায় অবস্থিত। একেবারেই গ্রামীণ ও প্রান্তিক এক অঞ্চল। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে প্রশ্ন করেছে। আমরা সিসিটিভি ফুটেজ পাওয়ার চেষ্টা করছি।''

তিনি সংবাদ সংস্থা আইএএনএস-কে ফোনে বলেন, ‘‘আমরা জানতে পেরেছি এটা কোনও ভবঘুরের কাজও হতে পারে। কে‌ননা মূর্তিটির কেবল নীচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।''

Advertisement

তবে এই প্রথম নয়, এর আগেও এই মূর্তি ভাঙা হয়েছে। অজিত সিংহ যাদব জানিয়েছেন, ‘‘দেড় বছর আগে এরকমই একটা ঘটনা ঘটেছিল। তারপরে মূর্তিটি আবার পুনর্নিমিত হয়েছিল।''

Advertisement