This Article is From Aug 07, 2019

স্বরাজ ছিলেন উচ্ছ্বসিত বক্তা, সাহসের প্রতীক’: রাজ্যপাল জগদীপ ধনকর

রাজ্যপাল ধনকরের (Jagdeep Dhankhar) মতে, ‘কাজের জন্যই বিশ্বরাজনীতির ইতিহাস মনে রাখবে সুষমা স্বরাজকে।’

স্বরাজ ছিলেন উচ্ছ্বসিত বক্তা, সাহসের প্রতীক’: রাজ্যপাল জগদীপ ধনকর

মঙ্গলবার রাতে দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল ইনস্টিটিউটে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের জীবনাবসান হয়।

কলকাতা:

‘বাগ্মী ও অসামান্যা সাংসদ সদস্যা।' প্রয়াত প্রাক্তন বিদশমন্ত্রী সুষমা স্বরাজের (Sushma Swaraj) প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এই শব্দগুচ্ছের প্রয়োগ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep
Dhankhar)। শাসক হোক বা বিরোধী।, দেশ হোক বা বিদেশ। তাঁর কাজ ও ব্যক্তিত্বের গুনেই সকলের ভালোবাসা ও শ্রদ্ধার পাত্রী ছিলেন সুষমা স্বরাজ। রাজ্যপাল ধনকরের (Jagdeep Dhankhar) মতে, ‘কাজের জন্যই বিশ্বরাজনীতির ইতিহাস মনে রাখবে সুষমা স্বরাজকে।' প্রাক্তন বিদেশমন্ত্রীর প্রয়াণে শোক বিবৃতি প্রকাশ করা হয় রাজভবনের (Raj Bhavan.) তরফে। সেখানেই উল্লেখ রয়েছে, ‘দেশ বিশিষ্ট এক বক্তা ও সংসদ সদস্যকে হারালো। সমাজ, রাজনীতির গন্ডি পেরিয়ে সর্বস্তরে যিনি প্রশংসিত ও শ্রদ্ধার ব্যক্তিত্ব। তিনি এমন এক আইনজীবী যিনি সর্বস্তরের জনজীবনকে সমৃদ্ধ করেছেন।'  

সুষমা স্বরাজের শোক বিবৃতিতে রাজ্যপাল ধানকর (Jagdeep Dhankhar) লিখেছেন, ‘তাঁর (স্বরাজ) মর্যাদাবোধ, সাহস এবং সবাইকে নিয়ে এগিয়ে চলার প্রেরণা উল্লেখযোগ্য। আমি সর্বদা তাঁর মধ্যে আবেগ এবং নম্রতা লক্ষ্য করেছি। জনজীবনে সুষমাজীর উল্লেখযোগ্য অবদান প্রশংসিত হয়েছে। যা বিশ্ব রাজনীতিতে রেখাপাত করবে।'

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে উচ্ছ্বাস গোটা বিজেপি শিবিরে। সেই উন্মাদনা প্রকাশ করেছিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ (Sushma Swaraj)। উপত্যকার সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যুইট করেছিলেন তিনি। তখন কেউই বোঝেনি সেটাই হতে চলেছে তাঁর শেষ ট্যুইট। তিনি লেখেন, 'ধন্যবাদ  প্রধানমন্ত্রী (PM Modi)। আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন। আমি সারাজীবন ধরে এই দিনটা  দেখার অপেক্ষায় ছিলাম।'  এই ট্যুইটের উল্লেখ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। তিনি মনে করেন, সুষমা স্বরাজের শেষ ট্যুইট দেশবাসীর অন্তরে গেঁথে থাকবে। 

মঙ্গলবার রাতে দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল ইনস্টিটিউটে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের জীবনাবসান হয়। বয়স হয়েছিল মাত্র ৬৭ বছর। এইমসের চিকিত্‍‌সকেরা জানিয়েছেন,  হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রথম মেয়াদে বিদেশমন্ত্রীর  গুরুদায়িত্ব পালন করেন সুষমা স্বরাজ। ২০১৬-য় কিডনি প্রতিস্থাপন হওয়ার পর, শারীরিক ধকল এড়াতে সরকারে থাকতে রাজি হননি। যে কারণে গত লোকসভা নির্বাচনে ও প্রার্থী হওয়ার আর্জি ফিরিয়ে দিয়েছিলেন তিনি।। সুষমা স্বরাজের শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধি সহ দেশের সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা। বুধবারই রাষ্ট্রীয় মর্যাদায় লোধি গাটে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর অন্তেষ্ট্যিক্রিয়া সম্পন্ন হয়।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.