This Article is From Feb 27, 2020

ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হাজির বিনা নিমন্ত্রণেই, তারপর যা হল! দেখুন ভিডিও

প্রায় ১৩০ হেক্টর জায়গা জুড়ে থাকা রাষ্ট্রপতি ভবনে(Rashtrapati Bhavan) উজ্জ্বল রঙের বাহারী আলোর মধ্যে ট্রাম্প(Trump) আর তাঁর স্ত্রীকে স্বাগত জানানো হয়।

ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হাজির বিনা নিমন্ত্রণেই, তারপর যা হল! দেখুন ভিডিও

এ আর রহমান এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন

হাইলাইটস

  • ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হাজির বিনা নিমন্ত্রণেই
  • তারপর যা হল
  • এ আর রহমান এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন
নয়াদিল্লি:

আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump) সম্মানে মঙ্গলবার  নৈশভোজের আয়োজন করা হয়েছিল। ভারতের অতিথি রাষ্ট্রপতির দুদিনের ভারত সফরের শেষ অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গনকে রাজকীয় সাজে সাজানো হয়েছিল। প্রায় ১৩০ হেক্টর জায়গা জুড়ে থাকা রাষ্ট্রপতি ভবনে উজ্জ্বল রঙের বাহারী আলোর মধ্যে  ট্রাম্প(Trump) আর তাঁর স্ত্রীকে(Melania) স্বাগত জানানো হয়। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বহু বিখ্যাত মানুষ উপস্থিত ছিলেন।আর সেইখানেই উপস্থিত হয় একটি বাঁদর(Monkey), যে টব থেকে ফুল ও পাতা ছিঁড়ে খাচ্ছিল। এ আর রহমান(AR Rahman) এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

"তাজমহল বিশ্বের সেরা বিস্ময়", দেশে ফিরে টুইট ইভাঙ্কার

রহমান(Rahman) ভিডিওটি শেয়ার করে লিখেছেন, "এই সময় আমাদের ছোট্ট এই বন্ধু রাতের খাবার খাচ্ছে।" এই ভিডিওটি শেয়ার করার সঙ্গে  রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজের কিছু ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। এ আর রহমানের (AR Rahman)শেয়ার করা এই ভিডিওগুলি খুবই ভাইরাল হয়েছে। আপনাদের জানিয়ে দিই ট্রাম্পের সম্মানে আয়োজিত রাজকীয় নৈশভোজে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মন্ত্রিসভার সহযোগীদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, মনোহর লাল খাট্টার, বিএস ইয়েদুরাপ্পা এবং চন্দ্রশেখর রাও ছিলেন।
 

তাজমহল সাফাই লোক দেখানো'! পাক নেটিজেনকে 'মন পরিষ্কার'-এর উপদেশে আদনান

ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদে বিশেষ প্রতিরক্ষা অধ্যক্ষ বিপিন রাওয়াত, উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজি, কোটাক মাহিন্দ্রা সংগীতশিল্পী এ আর রহমান সহ আরও অনেক তারকা এই নৈশভোজে হাজির ছিলেন। এর পরে রামনাথ কোবিন্দ এবং ট্রাম্প তাঁদের নিজের নিজের স্ত্রীদের নিয়ে পঞ্চম শতকের গৌতম বুদ্ধের একটি মূর্তির সামনে ছবি তোলেন। এরপর আধিকারিকদের মধ্যে কথাবার্তা হয়। যেখানে কোবিন্দ বলেন যে ভারত-আমেরিকার সম্পর্ক কতটা গভীর তা বোঝা যায় আমেরিকার রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বিপুল পরিমাণ মানুষ  এসেছে তা দেখেই।

Click for more trending news


.