This Article is From Apr 17, 2020

মিষ্টির দোকানের সময় বাড়ায় খুশি মিষ্টি ব্যবসায়ীরা, স্বাগত জানালেন নয়া সিদ্ধান্তকে

তবে সমস্ত দোকানদারকে লকডাউনের নিয়ম মেনে চলতে বলা হয়েছে। পাশাপাশি ক্রেতারা যাতে এলোমেলো ভিড় জমাতে না পারেন তাও নিশ্চিত করতে বলা হয়।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত মিষ্টির দোকান খোলা থাকবে রাজ্যে।

করোনা (Coronavirus) আক্রান্ত সময়ে মিষ্টির দোকানগুলি (Sweet Shop) খোলার সময় ছিল দুপুর বারোটা থেকে বিকেল চারটে। কিন্তু বৃহস্পতিবার রাজ্য সরকারের (West Bengal Government)তরফে জানিয়ে দেওয়া হয় সময় বদলাচ্ছে। এবার থেকে মিষ্টির দোকানগুলি খোলার থাকবে সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত। সময় বেড়ে যাওয়ায় খুশি রাজ্যের মিষ্টি ব্যবসায়ীরা। তাঁরা স্বাগত জানাচ্ছেন রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে। ‘ওয়েস্ট বেঙ্গল সুইটমিট শপ ওনার্স'-এর সচিব জগন্নাথ ঘোষ জানাচ্ছেন, মাত্র চার ঘণ্টার জন্য দোকান খোলা রাখার নির্দেশের ফলে ক্ষতির আশঙ্কা করছিলেন ব্যবসায়ীরা। কিন্তু এবার তাঁরা কিছুটা আত্মবিশ্বাস পাবেন। দু'-তিন দিনের মধ্যে আরও বেশি সংখ্যক দোকান খোলা হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

লকডাউনে এবার সকাল আটটাতেই খুলবে মিষ্টির দোকান, খোলা থাকবে বিকেল চারটে পর্যন্ত, জানাল রাজ্য সরকার

তিনি জানাচ্ছেন, ‘‘রাজ্যে প্রায় এক লক্ষ মিষ্টির দোকান রয়েছে। ৩১ মার্চের পর থেকে (যখন থেকে চার ঘণ্টার জন্য দোকান খোলার নির্দেশ দেওয়া হল) তাদের মাত্র ৩০ শতাংশ দোকান ব্যবসা করছি‌ল। চেষ্টা করছিল খরচটা অন্তত তুলে নিতে। নতুন নির্দেশ আরও বেশি ব্যবসায়ীকে তাঁদের আউটলেট খোলার ব্যাপারে আত্মবিশ্বাস দেবে। রবিবারের মধ্যে ৫০ শতাংশ দোকান তাদের শাটার তুলে দেবে এবং লাভের ব্যাপারে আশাবাদী হবে।'' 

Advertisement

তিনি আরও বলেন, ‘‘৫০ শতাংশ কর্মী তাঁদের গ্রামে ফিরে গিয়েছেন। এই অবস্থায় দোকান চালাতে বেশ সমস্যায় পড়তে হবে ব্যবসায়ীদের।''

রাজ্যে করোনায় মৃত আরও ৩, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০

Advertisement

‘কেসি দাস'-এর মালিক ধীমানচন্দ্র দাস বলেন, আগামী তিন দিনের মধ্যে তাঁকে ক্রেতা ও কর্মীদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, ‘‘আমাদের সমস্ত দোকান চত্বর পরিষ্কার করতে হবে এবং স্যানিটাইজার ও হাত মোছার ব্যবস্থা রাখতে হবে। আশা করি, আমরা সকালে দোকান খোলা থাকার সময় বেশি করে লাভের মুখ দেখব। কেননা ওই সময় অনেক বেশি মানুষ অত্যাবশকীয় জিনিস কিনতে রাস্তায় থাকে।''

Advertisement

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার জানিয়ে দেয়, ৩০ মার্চের নির্দেশ বদলে এবার থেকে মিষ্টির দোকানগুলি খোলা রাখা যাবে সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত।''

তবে সমস্ত দোকানদারকে লকডাউনের নিয়ম মেনে চলতে বলা হয়েছে। পাশাপাশি ক্রেতারা যাতে এলোমেলো ভিড় জমাতে না পারেন তাও নিশ্চিত করতে বলা হয়।

Advertisement

জগন্নাথ ঘোষ জানিয়েছেন, ক্রেতারা যাতে সামাজিক দূরত্ব বজায় রাখেন সে ব্যাপারটি খেয়াল করা হয়।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement