Read in English
This Article is From Nov 04, 2019

Tabu's Birthday: দু'জনেরই গলায় মালা! কে দিদি, কে বোন?

ছবি ইনস্টায় পোস্ট করে আজ জন্মদিনে (Happy birthday) বোন তাব্বুকে (Tabu) উপহার দিলেন দিদি ফারহা নাজ (Farah Naaz)।

Advertisement
বিনোদন Edited by

দিদি-বোনে এক ফ্রেমে (সৌজন্যে: ইনস্টাগ্রাম)

Highlights

  • ফারহা নাজের ছোট বোন তাব্বু
  • অভিনয়ে হাতেখড়ি নসিব আপনা আপনা, Love 86-এ
  • আজ জন্মদিনে তাব্বুর অধীর প্রতীক্ষা জওয়ানি জানেমন ছবির মুক্তির
নয়া দিল্লি:

জন্মদিন মানেই একটা বছর সামনে এগিয়ে যাওয়া। জন্মদিন মানেই অতীতকে ফিরে দেখা। অ্যালবামের পাতা ওলটানো। যেখানে হিরে-পান্নার মতো অজস্র হারানো স্মৃতি সাদা-কালো ছবি হয়ে ফ্রেম বন্দি। তেমনই এক ছবি ইনস্টায় পোস্ট করে আজ জন্মদিনে (Happy birthday) বোন তাব্বুকে (Tabu) উপহার দিলেন দিদি ফারহা নাজ (Farah Naaz)। যিনি একসময় বলিউড এবং বাংলা ছবির মারকাটারি সুন্দরী নায়িকা ছিলেন। যদিও বোন তাব্বু তাঁর থেকেও এগিয়ে। তবে আজকের জন্মদিনে সেসব তর্ক ভুলে বরং দেখে নিন দিদি-বোনের কেমিস্ট্রি। যে ছবি পোস্ট করেছেন ফারহা তাতে দুই বোনের গলাতেই ফুলের মালা। সম্ভবত ছোটবেলার জন্মদিনের ছবি।  প্রসঙ্গত, শাবানা আজমি-বাবা আজমি-র বোনঝি তাব্বু আট এবং নয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী। 

জন্মদিনে সলমনের ফোন তুললেন না শাহরুখ! ফের ঝগড়া?

দেখুন ফারহার পোস্ট :

ফারহার ইনস্টার স্ক্রিনশট  (সৌজন্যে: ফারহা)

১৯৯৪-এ 'পহেলা পহেলা প্যায়ার' দিয়ে বলিউডে হাতেখড়ি তাব্বুর। ওই বছরেই মুক্তি পেয়েছিল 'বিজয়পথ'। ঝুলিয়ে রয়েছে 'হকিকৎ', 'জিৎ', 'মাচিস'-এর মতো ছবি। 'মাচিস' ছবিতে অভিনয় করে তাব্বু পেয়েছিলেন সেরা অভিনেত্রীর জাতীয় পুরষ্কার। এছাড়াও রয়েছে, 'বিরাসত', 'চাচি ৪২০' এবং 'বিবি নং ১'।  ২০০১-এর ছবি 'চাঁদনি বার' তাঁকে দ্বিতীয়বারের সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার এনে দিয়েছিল।

Advertisement

Birthday Special: ‘চোখের বালি'-তেই একমাত্র Topless হয়েছিলেন ঐশ্বর্য রাই

তাঁর সাম্প্রতিক ছবিগুলির মধ্যে অন্যতম, 'দে দে প্যায়ার দে', 'অন্ধা ধুন', 'ভারত'। মুক্তির প্রতীক্ষায় 'জওয়ানি জানেমন'।

Advertisement
Advertisement