This Article is From Nov 14, 2018

শিশুরাই সমাজের ভবিষৎ,ওদের ভাল ভাবে বড় করা জরুরি, শিশু দিবসে মমতার টুইট বার্তা

Children's Day 2018: শিশু দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে টুইট করে  তিনি বলেন, শিশুদের ভাল ভাবে বড় করা জরুরি।

শিশুরাই সমাজের ভবিষৎ,ওদের ভাল ভাবে বড় করা জরুরি, শিশু দিবসে মমতার টুইট বার্তা

Children's Day 2018: প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুর জন্মদিনকে স্মরণ করেই পালিত হয় শিশু দিবস।

হাইলাইটস

  • শিশু দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • আজ সকালে টুইট করে তিনি বলেন, শিশুদের ভাল ভাবে বড় করা জরুরি
  • শিশুদের কল্যাণে রাজ্য সরকার শিশু সাথী নামে একটি প্রকল্প শুরু করেছে
কলকাতা:

শিশু দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে টুইট করে  তিনি বলেন, শিশুদের ভাল ভাবে বড় করা জরুরি। ওরাই সমাজের ভবিষৎ। একই সঙ্গে  তাঁর সরকারের একাধিক  প্রকল্পের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। শিশুদের কল্যাণে রাজ্য সরকার  শিশু সাথী নামে একটি প্রকল্প শুরু করেছে। সেটির কথা উল্লেখ করেন মমতা। মুখ্যমন্ত্রী লেখেন, শিশু দিবসে শিশুদের ভালবাসা জানাই। আমার ভালবাসা আর আশীর্বাদ তাদের সঙ্গে  আছে। শিশুরাই সমাজের ভবিষৎ। তাদের ভাল ভাবে বড়  করা  জরুরি।  শিশুদের জন্য আমরা  সবুজ সাথির মতো প্রকল্প  চালু করেছি।

14 নভেম্বর কেন শিশু দিবস পালিত হয়?

গত কয়েক বছর ধরেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। প্রায়  প্রতিটি ঘটনাতেই টুইট করেন তিনি। এদিকে শিশু দিবস পালনের জন্য একাধিক  পরিকল্পনা করেছে রাজ্য সরকার। সরকারি স্কুলে পালিত হবে শিক্ষক দিবস। তাছাড়া আলাদা করে  কর্মসূচি পালন করছে  শিশু কল্যাণ দপ্তরও।  

 

মহাকাশে বিস্ফোরণ দিয়ে শিশু দিবস পাল করল গুগল ডুডল

শিশুসাথী প্রকল্পটির আওতায় আসে  রাজ্যের সমস্ত  শিশু। এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে পরিবারের রোজগার কোনও মাপকাঠি  নয়। বয়স 12 বছরের কম হলেই হৃদযন্ত্র সংক্রান্ত অস্ত্রপচারের  খরচ দেয় রাজ্য সরকার। প্রতি বছর দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুর জন্মদিনকে স্মরণ করেই পালিত হয় শিশু দিবস।

  



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.