তামিল সুপারস্টার বিজয়কে (Tamil actor Vijay) জিজ্ঞাসাবাদ করল আয়কর দফতর
হাইলাইটস
- তামিল সুপারস্টার বিজয়কে জেরা আয়কর দফতরের
- একটি চলচ্চিত্রনির্মাতা সংস্থার কর ফাঁকির মামলায় এই জিজ্ঞাসাবাদ
- অভিযুক্ত এজিএস সিনেমার সম্পত্তি খোঁজে তল্লাশি চালানো হচ্ছে
চেন্নাই: তামিল সুপারস্টার বিজয়কে (Tamil actor Vijay) একটি চলচ্চিত্রনির্মাতা সংস্থার কর ফাঁকির মামলায় জিজ্ঞাসাবাদ করল আয়কর দফতর। আয়কর দফতরের আধিকারিকরা অভিযুক্ত এজিএস সিনেমার সম্পত্তি ও চলচ্চিত্র লগ্নিকারী আনবু চেলিয়ানের খোঁজে তল্লাশি চালাচ্ছে। প্রসঙ্গত, এজিএস সিনেমাই বিজয় অভিনীত ছবি ‘বিগিল'-এর প্রযোজনা করেছিল। ২০১৭ সালের অক্টোবরে বিজয় অভিনীত ‘মার্শাল' ছবিটির বিরোধিতা করেছিল বিজেপি। তাদের দাবি ছিল, ছবির সংলাপে জিএসটি ও নোটবন্দির বিরুদ্ধে কটাক্ষ রয়েছে। সমালোচনা করে হয়েছিল ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিরও।
বিজেপি চেয়েছিল ছবি থেকে সেই সব সংলাপ বাদ দেওয়া হোক। কেননা ওতে অসত্য পরিবেশিত হয়েছে সংশ্লিষ্ট বিষয়গুলির সম্পর্কে।
জিএসটি লাগু হওয়ার পর তামিলনাডুতে প্রায় ১,০০০ সিনেমা হল বন্ধ রাখা হয় বহু দিন। তাদের প্রতিবাদ ছিল জিএসটির সঙ্গে স্থানীয় করও চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে।