தமிழில் படிக்க Read in English
This Article is From Dec 07, 2018

রাজ্যে তিনটি রথযাত্রাই হবে দাবি করে মমতাকে কড়া ভাষায় বিঁধলেন অমিত

রথযাত্রার অনুমতি না দেওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

Advertisement
অল ইন্ডিয়া

Highlights

  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীবত আক্রমণ করলেন বিজেপি সভাপতি
  • তাঁর দাবি বিজেপির শক্তি বৃদ্ধিতে তৃণমূল নেত্রী ভয় পেয়েছেন
  • তাঁর কথায় পশ্চিমবঙ্গে গণতন্ত্রের কন্ঠরোধ করছেন মুখ্যমন্ত্রী
নিউ দিল্লি :

রথযাত্রার অনুমতি না দেওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে  কড়া  আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

তাঁর দাবি বিজেপির শক্তি বৃদ্ধিতে তৃণমূল নেত্রী ভয় পেয়েছেন। এ ছাড়া  রাজ্যে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে বলেও দাবি করেন অমিত। 

আসছেন না অমিত,হাইকোর্টের রায় দেখে কোচবিহারের কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেবে বিজেপি

তবে তাঁরা যে রথযাত্রা  কর্মসূচি থেকে সরে  আসছেন না তাও জানিয়ে দেন তিনি। তাঁর  কথায়, প্রতিটি  যাত্রাই হবে। কেউ আটকাতে পারবে না।

Advertisement

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় অনুসারে  কোচবিহার থেকে  রথযাত্রা  শুরু  করতে পারেনি  বিজেপি।

ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হওয়ার অব্যবহিত পরেই দিল্লির সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন অমিত।

Advertisement

একাধিক প্রসঙ্গ তুলে  তৃণমূলকে আক্রমণ করেন  তিনি। তাঁর কথায় গণতন্ত্রের  কন্ঠরোধ করছেন মুখ্যমন্ত্রী।

পঞ্চায়েত  নির্বাচনের কথা উল্লেখ করে অমিত বলেন, তৃণমূল এবং পুলিশ একত্রে সন্ত্রাস চালিয়েছে।  শুধু বিজেপির ২০ জন কর্মী মারা  গিয়েছেন।

Advertisement

আদালতে রাজ্য সরকার  দাবি করেছে বিজেপির কর্মসূচি হলে সাম্প্রদায়িক সম্প্রীতি  বিঘ্নিত হতে পারে। এই দাবি খারিজ করে অমিত বলেন গত কয়েক বছর আমি নিজে ২৩ বার কলকাতায় গিয়েছি। প্রধানমন্ত্রীও কর্মসূচি  পালন করেছেন। কোথাও কোনও সমস্যা  হয়নি।

এদিকে  আপাতত  রথযাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বিজেপি। রথযাত্রা সংক্রান্ত কলকাতা হাইকোর্টের  সিঙ্গল বেঞ্চের  সিদ্ধান্ত জানার পর বৃহস্পতিবার বেশি রাতের দিকে রথযাত্রা  নিয়ে  অবস্থা নরম করেছে  বিজেপি। দলের কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় বলেছেন দায়িত্বশীল  রাজনৈতিক দলের ভূমিকা পালন করবে  বিজেপি।              

Advertisement