This Article is From Jun 12, 2018

Tripuraresults.nic.in দেখুন: TBSE মাধ্যমিক রেজাল্ট 2018

ত্রিপুরা বোর্ড ও সেকেন্ডারি এডুকেশন (TBSE) দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করল তাদের অফিসিয়াল ওয়েব সাইটে

Tripuraresults.nic.in দেখুন: TBSE মাধ্যমিক রেজাল্ট 2018

TBSE মাধ্যমিক রেজাল্ট 2018 ঘোষণা করল

নিউ দিল্লী: ত্রিপুরা বোর্ড ও সেকেন্ডারি এডুকেশন (TBSE) দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করল তাদের অফিসিয়াল ওয়েব সাইটে।যে সমস্ত বিদ্যার্থীরা মাধ্যমিক দিয়েছেন তারা অফিসিয়াল ওয়েব সাইট বা এসএমএস-এর মাধ্যমে নিজের রেজাল্ট দেখতে পারেব।সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রেজাল্ট ঘোষণা করা হয়েছে, এখন অফিসিয়াল ওয়েবসাইটে তা দেখা যাচ্ছে।


কিভাবে TBSE 2018 -এর ফলাফল দেখবেন : 

ধাপ 1: অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন 

ধাপ 2: মাধ্যমিক রেজাল্ট লিংকে ক্লিক করুন (1 বা 2 যেকোনো লিংকে ক্লিক করতে পারেন) 

ধাপ 3: আপনার রোল নম্বর প্রদান করুন 

ধাপ 4: ভিউতে সাবমিট করুন, নিজের রেজাল্ট দেখার জন্য 

বিদ্যার্থীরা নিম্নলিখিত ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবে : 

www.tripura.nic.in
www.tripurainfo.com
www.tripuraresults.nic.in
www.tripurachronicle.in
www.exametc.com
www.indiaresults.com
www.jagranjosh.com
www.examresults.net
www.innovaindia.com
www.knowyourresults.com 
www.results.amarujala.com

এসএমএসের মাধ্যমেও রেজাল্ট জানা যাবে, তার জন্য 
TBSE10<স্পেস >রোল নম্বর 54242 বা  56070 নম্বরে 
.