This Article is From Sep 05, 2018

Teachers Day 2018: 'গুরু-শিষ্য'-র দেশ ভারত বর্ষ: বললেন মমতা ব্যানার্জি

শিক্ষকদের অবদানের জন্য, তারা যে বিশেষ সম্মান লাভের অধিকারী, আজকের দিন সেটাই প্রমান করে

Advertisement
অল ইন্ডিয়া

শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী

কলকাতা:

আজ শিক্ষক দিবস, সারা ভারত বর্ষ জুড়ে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। গতকাল সংবাদ সংস্থা পি টি আই -এর কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতবর্ষকে 'গুরু-শিষ্যের' দেশ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন ভারতবর্ষ বহু যুগ ধরে 'গুরু-শিষ্য'-র ঐতিহ্য বহন করে চেলেছে। 

আজ শিক্ষক দিবস।  শিক্ষকরাই হচ্ছেন আমাদের গুরু। ভারতবর্ষ থেকেই গুরু শিষ্যের ঐতিহ্য ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। নিজের টুইটারের লিখেছেন মুখ্যমন্ত্রী। 

তিনি জানিয়েছেন যে, তাঁর সরকার ইতিমধ্যে 'শিক্ষা রতন সম্মান' প্রদান করার কাজ শুরু করেছে।  যে সমস্ত শিক্ষকেরা শিক্ষার জগতে বিশেষ অবদান রাখতে সক্ষম হবেন, তাদের এই পুরস্কার প্রদান করা হবে।  তিনি আরও বলেছেন, আজকের দিনে সরকার চালিত শিক্ষা প্রতিষ্ঠান গুলির যে সমস্ত শিক্ষক বিশেষ অবদান রাখতে সক্ষম হয়েছেন তাদের এই 'শিক্ষা রতন পুরস্কার' প্রদান করা হবে।  

Advertisement

শিক্ষকদের অবদানের জন্য, তারা যে বিশেষ সম্মান লাভের অধিকারী, আজকের দিন সেটাই প্রমান করে।    



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement