নিউ দিল্লি: শিক্ষক দিবস এমন একটা দিন যা ছাত্রাবস্থা শেষ হয়ে গেলেও মুছে যায় না। বাবা মায়ের পর সন্তান যাঁদের কাছে সব থেকে বেশি সময় কাটায় তাঁরাই শিক্ষক। তাই এই দিনটা সেই মানুষদের জন্য যারা আমাদের গড়ে তুলেছেন। শুধু বইয়ের শিক্ষায় নয় জীবনের পাঠে দীক্ষিত করেছেন। ভারতে ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষ্যেই 5 সেপ্টেম্বর পালিত হয় শিক্ষক দিবস। 1888 সালের এই দিনেই জন্মগ্রহণ করেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি রাধাকৃষ্ণন। তাঁর জন্মের দিনটিকেই শিক্ষকদের সম্মান জানানোর জন্য উতসর্গ করা হয়েছে। এই দিন আপনার শিক্ষকদের পাঠানোর জন্য বিভিন্ন অনলাইন বার্তার সংকলন তৈরি করেছি আমরা।
এখানে রইল শিক্ষক দিবসের 10টি শুভেচ্ছা বার্তাঃ
এবিসি থেকে শুরু করে লাল, সাদা এবং নীল, ইতিহাস থেকে শুরু করে অঙ্ক- সমস্ত কিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ! শুভ শিক্ষক দিবস!
শিক্ষক আমাদের হাত ধরেন, মনের দরজা খোলেন, হৃদয় স্পর্শ করেন। আপনাকে সত্যিই ধন্যবাদ! শুভ শিক্ষক দিবস!
T হল ট্যালেন্ট,E হল এডুকেশন, Aহল আচরণ,C হল চরিত্র,H হল ঐক্য,E হল দক্ষ,R হল সম্পর্ক! শুভ শিক্ষক দিবস!
শুভ শিক্ষক দিবস! আমি আজ যা, তা আপনার অনুপ্রেরণাতেই। আমার পরামর্শদাতা হয়ে আমাকে এভাবে পরিচালনা করার জন্য আপনাকে ধন্যবাদ!
আমার মধ্যে কৌতূহলের বীজ রোপণ করে আমার কল্পনাকে দিশা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আজ যা তা আপনার জন্যই! শুভ শিক্ষক দিবস!
সারা জীবন এভাবে আমাকে দিশা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ! শুভ শিক্ষক দিবস!
শিক্ষক দিবস ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের সম্মানে 5 সেপ্টেম্বর পালিত হয়
ভাল শিক্ষকের কারণেই সাধারণ পড়ুয়াও অসাধারণ কাজ করে ফেলে। আমার শিক্ষক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ! শুভ শিক্ষক দিবস!
আমার উদ্বেগের কারণ জানতে চেয়েছেন যিনি, আমাকে জ্ঞানের পথে চালিত করেছেন যিনি, জীবনের দিশা ঠিক করেছেন যিনি তাঁকে আজকের দিনে জানাই শুভ শিক্ষক দিবস!
নিজেদের সময়, শক্তি, এবং ভালোবাসার বিনিময়ে আমাদের শিশুদের শিক্ষিত করে তোলার জন্য হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ! শুভ শিক্ষক দিবস!
সেরা শিক্ষক হৃদয় থেকে শিক্ষা দেন, বই থেকে নয়। এমন চমৎকার শিক্ষক হিসেবে আপনাকে পেয়েছি। শুভ শিক্ষক দিবস!