Happy Teachers' Day: শিক্ষাজগতে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের অবদান অবিস্মরণীয় হয়ে রয়েছে।
নয়াদিল্লি: বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস (Teachers' Day 2019)। এই দিনটি পালিত হয় শিক্ষক, মেন্টর, গুরুদের উদ্দেশে। এদিন ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের (Sarvepalli Radhakrishnan) জন্মদিন। তিনি বলেছিলেন, ‘‘আমার জন্মদিন হিসেবে পালন না করে আমি গর্ব অনুভব করব যদি ৫ সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস ( Teachers' Day) হিসেবে পালিত হয়।'' ১৯৬২ সাল থেকে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা শুরু হয়। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ ও সমস্ত শিক্ষকদের উদ্দেশে উৎসর্গীকৃত এই দিনটি। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ ছিলেন একজন দার্শনিক, পণ্ডিত, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি ও যুব সম্প্রদায়কে গড়ে তোলাই তাঁর জীবনের ব্রত ছিল।
ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ ছিলেন ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। শিক্ষাজগতে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে রয়েছে।
Chandrayaan 2: প্রধানমন্ত্রীর সঙ্গে বসে চন্দ্রযানের অবতরণ দেখবে ৭০ ছাত্র
১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর এক মধ্যবিত্ত পরিবারে তিরুতানিতে জন্মগ্রহণ করেন তিনি। চেন্নাইয়ের (তৎকালীন মাদ্রাজ) খ্রিস্টান কলেজে দর্শনের ছাত্র ছিলেন মেধাবী সর্বপল্লি। মাইসোর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলকাতা বিশ্ববিদ্যালয়— বহু প্রতিষ্ঠানেই তিনি অধ্যাপনা করেছেন। তিনি অন্ধ্র বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরও হন।
১৯৫৪ সালে তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন' দেওয়া হয়। ২৭ বার নোবেলের জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। এর মধ্যে ১৬ বার সাহিত্য ও ১১ বার নোবেল শান্তি পুরস্কারের জন্য।
তিনি বিশ্বাস করতেন, ভারতে একজন দার্শনিকের কাজ অতীতকে ছুঁয়ে ভবিষ্যৎ পর্যন্ত সম্প্রসারিত করা। প্রজন্মের পর প্রজন্ম তাঁর শিক্ষকতায় মুগ্ধ ছিল।
সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা।