শিক্ষক দিবস 2018- জেনে নিন বিশ্ব জুড়ে পাঁচজন কৃতি ছাত্র শিক্ষকের কথা
নিউ দিল্লি: শিক্ষক আর ছাত্রের সম্পর্কের নানান উদাহরণ আমরা পাই। বিশ্বের অন্যতম গভীর এবং নির্ভরশীল সম্পর্ক। এমন বহু কৃতি পড়ুয়ার কথা আমরা জানি যারা সবসময়ই নিজেদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শিক্ষক আছেন বলেই সঠিক পথ বেছে নিতে পেরেছেন তাঁরা।
বিভিন্ন ক্ষেত্র থেকে পাঁচজন জনপ্রিয় ব্যক্তিত্ব ও তাঁদের শিক্ষকদের কথা রইল আপনার জন্য-
1. শচীন তেন্ডুলকার: শচীন টেন্ডুলকার এবং রমাকান্ত আচরেকার সম্ভবত ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সুপরিচিত ছাত্র-শিক্ষক দ্বৈত। রামাকান্ত আচরেকর মুম্বাই দাদরের শিবাজি পার্কে শচীন তেন্ডুলকার ও বিনোদ কাম্বলিকে প্রশিক্ষণ দিতেন।
2. মায়া অ্যাঙ্গেলু: মায়া অ্যাঙ্গেলু শুধুমাত্র বইপ্রেমীদের কাছেই যে পরিচিত নাম তা নয়, বিশ্ব জুড়ে ইংরেজি পাঠক্রমের অবিচ্ছেদ্য অংশ তিনি। কবিতার প্রতি মায়ার ভালোবাসা জাগানোর জন্য তাঁর শিক্ষক মিসেস ফ্লাওয়ারসকেই ধন্যবাদ জানান তিনি। এই শিক্ষকই তাঁকে লাইব্রেরিতে নিয়ে গিয়ে বই পড়তে উৎসাহ দিতেন। নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাঁকে কবিতা পড়ে শোনাতেন।
3. হিলারি সোয়ানক: আকাদেমি পুরস্কার বিজয়ী হিলারি সোয়ানক সবসময় তার প্রাথমিক শিক্ষক সেলেরেইটকে কৃতিত্ব দেন। যিনি স্কুলের নাটক জাঙ্গল বুকে তাঁকে প্রথম অভিনয়ের সুযোগ দেন।
4. অপরাহ উইনফ্রে: অপরাহ উইনফ্রে সবসময় তাঁর শিক্ষক মিসেস ডানকানের বিষয়ে কথা বলেন। যিনি পড়াশোনার প্রতি উইনফ্রের ভালোবাসা জাগিয়ে তুলেছিলেন। অপরাহ জানিয়েছেন যে, তাঁর ক্লাসেই একমাত্র ভয় পেতেন না তিনি।
5. বিল গেটস: বিল গেটসকে কে না চেনেন? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ড্রপআউট হওয়া এই মানুষটিই মাইক্রোসফটের প্রবর্তক। তিনি সর্বদা স্বীকার করেছেন যে, তাঁর স্কুলের গণিত ও নাটকের শিক্ষকের অসামান্য অবদান রয়েছে তাঁর জীবনে।