Teachers' Day2019: শায়েরি উপহার দিন প্রিয় শিক্ষককে
নয়া দিল্লি: ৫ সেপ্টেম্বর (5 September) এলেই সারা দেশ স্মরণ করে সর্বপল্লি ড. রাধাকৃষ্ণণকে। এই দিন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির জন্মদিন। তাঁকে সম্মান জানিয়ে এই দিন সম্মান জানানো হয় শিক্ষকদের। তাই দিনটি শিক্ষকদিবস (Teachers' Day) হিসেবে বিখ্যাত। শুধু আমাদের দেশেই নয়, আন্তর্জাতিক স্তরেও (International Teachers Day) দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। প্রিয় শিক্ষককে মনের কথা সুন্দর ভাবে শুভেচ্ছার মাধ্যমে পৌঁছনোর আজকেই উপযুক্ত দিন। তাঁর ছোঁয়ায় আপনি কতখানি পরিপূর্ণ, জানাতে পাঠিয়ে দিন এই শায়েরি----
Teachers' Day 2019: সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিনে পালিত হয় শিক্ষক দিবস
টিচার্স ডে (Teachers Day)-র শুভেচ্ছা জানিয়ে শায়েরি
মাতাপিতার প্রতিনিধি গুরু
এই কলিযুগ তুমিই ত্রাতা গুরু
ঈশ্বর জীবন দিয়েছেন
স্নেহ দিয়েছেন মা-বাবা
আর গুরু আমাদের জীবনে জ্বালিয়েছেন শিক্ষার আলো
অক্ষর চিনিয়েছেন তিনি
শব্দের অর্থ জানিয়েছেন তিনি
শাসন করে সোহাগ করে
জীবনের পথ মসৃণ করেছেন তিনিই
সবাই যাঁকে সম্মান করে
যিনি বীরের জন্ম দেন
যিনি মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন
আমরা সে জাতীয় শিক্ষককে কুর্নিশ জানাই
আমরা পথের ধুলো ছিলাম
শিক্ষক তাঁর শিক্ষায় আমাদের আকাশ সমান উচ্চতায় তুলেছেন
এমন মানুষকে কীভাবে ভুলব আমরা!
আমরা যে তাঁর শিক্ষায় শিক্ষিত
প্রদীপের মতো তিনি নিজে জ্ঞানের আলোয় জ্বলেন
নিজের আলোয় ছাত্রদের জীবন আলোকিত করেন
এই তো প্রকৃত গুরু
যিনি প্রতি প্রদক্ষেপে নিজের দায়িত্ব পালনে ব্রতী
অজ্ঞানতা দূরে সরিয়ে
জ্ঞানের আলো জ্বালিয়েছেন
গুরুর শিক্ষাতেই
আমাদের জীবন পূর্ণ
কোনটা ঠিক? কোনটা ভুল? শিখিয়েছেন গুরু
কোনটা মিথ্যে? সত্য কী? সেটাও জানিয়েছেন
পথের দিশাও দেখিয়েছেন এই গুরু
গুরু আপনার অমৃতবাণী আমার জীবনের পাথেয়
কোনটা ভালো, মন্দই বা কী, আপনি শিখিয়ে দিন
আপনার দেকানো পথে চলে যেন সারাজীবন আপনাকে স্মরণ করি
পাঠ্যটি মনে রাখবেন, এটি গভীর পোড়া বা কয়লা whether
ভালো-মন্দের বিচারে যেন সব সময়েই আপনাকে স্মরণ করি