Read in English
This Article is From Jul 27, 2019

অবশেষে অনশন ভাঙলেন রাজ্যের প্রাথমিক শিক্ষকরা, দাবি মেনে নিল রাজ্য সরকার

অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রেড পে বৃদ্ধি ও ১৪ জন শিক্ষককে তাঁদের নিজের জেলাতেই পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়ার পরে অনশন তুলে নিলেন শিক্ষকরা।

Advertisement
Kolkata

ওই শিক্ষকরা অনির্দিষ্ট দিনের জন্য অনশনে বসেছিলেন সল্ট লেকের বিকাশ ভবনের সামনে

Highlights

  • অবশেষে অনশন ভাঙলেন রাজ্যের প্রাথমিক শিক্ষকরা
  • শিক্ষকরা অনশনে বসেছিলেন সল্ট লেকের বিকাশ ভবনের সামনে
  • শুক্রবার অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন তাঁদের কাছে যান
কলকাতা:

শুক্রবার অনশন (Hunger Strike) ভাঙলেন রাজ্যের প্রাথমিক শিক্ষকরা (Primary Teachers )। বেতন বৃদ্ধি ও অন্য দাবিতে গত ১৪ দিন ধরে অনশন চালাচ্ছিলেন তাঁরা। অবশেষে রাজ্য সরকারের (West Bengal Goverment) পক্ষ থেকে গ্রেড পে বৃদ্ধি ও ১৪ জন শিক্ষককে তাঁদের নিজের জেলাতেই পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়ার পরে অনশন তুলে নিলেন শিক্ষকরা। প্রশিক্ষণপ্রাপ্ত ও অপ্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে-র বৃদ্ধির বিষয়ে স্কুল শিক্ষা দফতরের পক্ষে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের গ্রেড পে ২,৬০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৬০০ টাকা করা হয়েছে। অপ্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে অঙ্কটা ২,৩০০ থেকে বেড়ে হল ২,৯০০ টাকা। আগামী ১ আগস্ট থেকে তা কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এরই পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার আরও একটি নির্দেশিকায় ১৪ জন প্রাথমিক শিক্ষকের বদলির নির্দেশকে প্রত্যাহার করে নিয়েছে। তাঁদের নিজের জেলাতেই তাঁদের পুনর্বহাল করা হচ্ছে।

প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার

Advertisement

‘উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'-এর মুখপাত্র পৃথা বিশ্বাস জানিয়েছেন, ‘‘আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই আমাদের দাবিগুলি মেনে নেওয়ার জন্য। কিন্তু সরকারের বেতন বৃদ্ধির নির্দেশে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। আমাদের মনে হয়েছে এতে ‘লুপ হোলস' রয়েছে।''

তিনি আরও বলেন, ‘‘আমরা মনে করছি আমাদের আন্দোলন সফল এবং আমাদের সহকর্মীদের শারীরিক অবস্থার ক্রমাবনতির কথা বিচার করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি সাময়িক ভাবে এটি প্রত্যাহার করে নিতে... কিন্তু আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।''

Advertisement

ওই অ্যাসোসিয়েশনের সদস্যরা অনির্দিষ্ট দিনের জন্য অনশনে বসেছিলেন সল্ট লেকের বিকাশ ভবনের সামনে।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, সরকার প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে বৃদ্ধিতে রাজি। শিক্ষকদের বদলি প্রসঙ্গে তাঁর বক্তব্য ছিল, যে সমস্ত স্কুলে বদলি করা হচ্ছে, সেখানে শিক্ষকের অভাব রয়েছে।

Advertisement

রাজ্যের ২৩ টি 'স্বনির্ধারিত, অস্বীকৃত' বিশ্ববিদ্যালয় চিহ্নিত করল ইউজিসি

শুক্রবার বর্ষীয়ান অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন অনশনরত প্রাথমিক শিক্ষকদের কাছে যান এবং রাজ্য সরকারকে এই বিষয়ে দ্রুত ও অত্যন্ত গুরুত্ব সহকারে পদক্ষেপ করার আর্জি জানান।

Advertisement

তিনি বলেন, রাজ্য সরকারের উচিত ক্লাবগুলিকে অনুদান দেওয়া বন্ধ করা বা নানা রকমের উৎসব আয়োজন বন্ধ রাখা। বরং এখনই প্রাথমিক শিক্ষকদের দাবি মেনে নেওয়া উচিত। প্রাথমিক শিক্ষকদের সঙ্গে বৈঠকের পরে তিনি বলেন, ‘‘আমি লজ্জিত নিজেকে বাঙালি ভেবে। কী হচ্ছে এই রাজ্যে? ক্লাবগুলিকে অনুদান দেওয়া বন্ধ করুন... নানা রকম উৎসব আয়োজন বন্ধ থাক এবং এখনই এই শিক্ষকদের দাবি মেনে নেওয়া হোক।''



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement